সীতাকুণ্ড টাইমস ঃঃ
স্বপ্নের ভেতর স্বপ্ন -শুক্কুর চৌধুরী
আঁখি জুড়ে স্বপ্নেরা খেলা করে
অতল শয্যায় নিদ্রারা দুচোখ জুড়ে,
ঘুমের মাঝে স্বপ্ন আসে আদ্যপান্ত তুমিই
তুমি যখন সামনে আস ঘুম স্বপ্ন সকলি উধাও!
ক্লান্ত ভোর তোমার স্পর্শে সরব
গোলাপের গন্ধ মেখে স্মৃতির অনুভব,
চায়ের কাপে চুমুকে খুঁজি তোমার সৌরভ
সব হারিয়ে তোমার আঙ্গিনা নিথর নীরব!
শব্দের উৎসবে শহর জুড়ে কোলাহল
তোমার ইচ্ছেগুলো খুঁজে বেড়ায় সমান্তরাল,
ক্লান্ত জলের গোপন কুঠুরীতে শামুক বসবাস
তোমার খুঁজে নেকড়ে নাগরিকের নগ্ন উল্লাস!
আলস্য উদাসীণ্যে চেয়ে যাই অরিন্দম
অনতিক্রম্য দুরান্তরের ব্যবধান নিরুদ্যাম,
গোকুলের নগরে গড়েছিলে আপন নিবাস
কেমনে যাব সেথা ভেবে মরে শত দীর্ঘশ্বাস!
স্বপ্নের ভেতর স্বপ্ন মাথাকুঁটে মরে
স্বপ্নের ফেরারী তোমাদের প্রাচীন নগরে,
জানি অবগুন্ঠিতা হেথা গান্ধর্ব্যের কোঠরে
একবার সন্মূখে এসো দেখিব জীবন্ত স্বপ্ন ছিড়ে!
————- শুক্কুর চৌধুরী * চট্টগ্রাম।