সংবাদ শিরোনাম
Home / জাতীয় / আওয়ামীলীগের নেতাকে ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশ নিহত

আওয়ামীলীগের নেতাকে ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় পুলিশ নিহত

১১ মে (gazipurসীতাকুন্ড টাইমস ডটকম)

 গাজীপুরে কালীগঞ্জ উপজেলার নাগর ইউনিয়নের বরকাউ গ্রামে আসামি ধরতে গিয়ে গ্রামবাসির হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান (৪৫) ময়মনসিংহের ফুলপুরের বাঁশকান এলাকার আবদুল কুদ্দুসের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, কালীগঞ্জ থানা পুলিশ চাঁদাবাজি মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদেরসহ কয়েকজনকে ধরতে শুক্রবার রাত ২টার দিকে বরকাউ গ্রামে অভিযান চালায়। এ সময় মাইকে গ্রামে ডাকাত পড়েছে বলে অপপ্রচার চালানো হয়।

তিনি বলেন, এক পর্যায়ে গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে। পরে হামলার ঘটনায় সাইদুর রহমান নামে এক জনকে আটক করা হয়।

ওসি বলেন, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আজিজুর রহমান। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শনিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

সূত্র-নিউজ ইভেন্ট ২৪ ডটকম/১১ মে ২০১৩/১৪:০৫/পিএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *