সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / গ্রামের মধ্যেই গড়ে তুলব শহর – সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাথে মতবিনিময়কালে সিকিউর নেতৃবৃন্দ

গ্রামের মধ্যেই গড়ে তুলব শহর – সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সাথে মতবিনিময়কালে সিকিউর নেতৃবৃন্দ

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
আমরাই গ্রামের মধ্যেই গড়ে তুলব শহর সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সিকিউর নেতৃবৃন্দরা একথা বলেন।
সীতাকুন্ডে অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাথে মত বিনিময় সভা করেছে ডেভেলাপম্যান্ট কোম্পানী সিকিউর সিটি লিমিটেড আজ
সকাল ১১টায় সিকিউর সিটি কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিকিউরসিটি ডেভেলাপম্যান্ট কোম্পানী লিমিটেডের ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম বিএসসি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, অর্থ-সম্পাদক কামরুল ইসলাম দুলূ, প্রচার প্রকাশনা সম্পাদক নাছির উদ্দিন শিবলু,বাবলা মিয়া,মোহরম আলী,কামরুল উদ্দীন।

এ সময় ভাইস চেয়ারম্যার আক্তার হোসেন মামুন বলেন, বাংলাদেশের মফস্বল শহরের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত শপিং মহল শুধুমাত্র সিকিউর সিটি। ৮তলা বিশিষ্ট মার্কেটটিতে বিভিন্ন ফ্লুরে থাকবে নানা প্রসরা সামগ্রী। প্রতি তলায় সার্বক্ষনিক নিরাপত্তায় সিসি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রন করা হবে। মিনি পার্ক বিশিষ্ট মার্কেটে মাছ-মাংস থেকে থাকবে পরিবারের প্রয়োজনীয় সকল প্রকার পন্য। তাই মার্কেটের কাজ দ্রুততার সাথে এগিয়ে নিতে সকলের সহযোগীতা একান্ত প্রয়োজন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *