সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / নজির স্যারের লোক সাহিত্যে সীতাকুণ্ড’র পাঠ উম্মোচনে জ্ঞানীদের মিলন মেলায় পরিণত

নজির স্যারের লোক সাহিত্যে সীতাকুণ্ড’র পাঠ উম্মোচনে জ্ঞানীদের মিলন মেলায় পরিণত

IMG_20170627_182223
নিজস্ব প্রতিবেদক,২৭জুন ( সীতাকুণ্ড টাইমস)-
সীতাকুণ্ডের শিক্ষা গুরু নজির আহমদ এর লোক সাহিত্যে সীতাকুণ্ড’র পাঠ উম্মোচনে জ্ঞানীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আজ বিকাল ৫টায় সীতাকুণ্ড পাবলিক লাইব্রেরীতে কবি সাহিত্যিক সাংবাদিকদের সম্মিলন ঘটে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব শামিম আল রাজি।,। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.ফসিউল আলম। বাংলাদেশ অর্থনীতি সমিতি সহ সভাপতি আহমেদ মুজতাহিদ দৈনিক কালেরকন্ঠ চট্টগ্রামের ব্যুরোচিফ মুস্তফা নঈম মোস্তফা কামাল চৌধুরি,আ ম ম দিলসাদ বিস্পোরক কর্মকর্তা সামছুল আলম।, সীতাকুন্ড সমিতির সভাপতি গিয়াস উদ্দীন আ.ফ.ম মফিজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন,সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,কবি শুক্কুর চৌধুরী,সাঈদ মিয়া, কবি জামশেদ,অধ্যাপক মোঃ শাহীন,গল্পকার শোয়েব মুহাম্মদ,
বিশিষ্ট গল্পকার কবি দেবাশিষ ভট্টচার্য এর সভাপতিত্বে এবং সাংবাদিক শিহাব উদ্দীনের সঞ্চালনে অনুষ্টিত পাঠ উম্মোচন অনুষ্ঠানে আরও আলোচনায় অংশনেন সাংবাদিক আলী আদনান, রিপন মুসলিম,শিল্পী রিক্্্্্্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *