সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ফিরে এসো এ যুবক || মোঃ বদিউল আলম বদরুল ||

ফিরে এসো এ যুবক || মোঃ বদিউল আলম বদরুল ||

সীতাকুণ্ড টাইমস ঃ

ফিরে এসো হে যুবক

হে যুবক
নিজেকে কেন করছো নিঃশেষ
এখানেই কি শেষ?
তোমার পরিবার বয়ে যাচ্ছে রেশ।

দশ মাস দশ দিন মায়ের কোঁঠুরে
মায়ের জীবন মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এলে ধরায়
তুমি যখন আসছো ধরায় মায়ের ছিল আল্লাহ সহায়
প্রসব বেদনায় মায়ের সকাল থেকে রাত পোয়ায়।

হে যুবক
তুমি তো মা-বাবার ভরসার স্হল
তুমিই তো মা-বাবার বেঁচে থাকার সম্বল
মা-বাবার বুকের ধন তুমি তো এক মাত্র বল।

হে যুবক
তোমার কি মনে পড়ে বাবার আঙুল ধরে হাঁটি হাঁটি পা পাও
বাজারে নিয়ে বলতেন বাবা মন চায় যাহা তাহা খাঁও
কোলে পিঠে ভর করে স্কুলে যাওয়া
বাবার কষ্টের টাকায় কোন আইসক্রিম খাওয়া।

হে যুবক
তুমি কি জানো?
ঈদের নতুন রঙিন জামা আর জুতো তোমার হতো কিভাবে
যদিও মা-বাবার নতুন জাম কাপড় কেনা হতো না অভাবে।

হে যুবক
তোমার ছোট ভাই বোনের কথা কি মনে পড়ে?
বড় ভাইয়া বড় হলে অনেক কিছুর ধরবে বায়না বুকে আশা বাঁধে
বড় ভাইয়ার চাকরি হলে ছেঁড়া পেলে দিয়ে নতুন স্কুল ব্যাগ উঠবে কাঁদে।

হে যুবক
ফিরে এসো নিষিদ্ধ জগৎ থেকে
নষ্ট হচ্ছে সমাজ জাতি তোমাকে দেখে
ফিরে এসো তোমার বর্তমানকে পিছনে পেলে,ভবিষ্যৎ সামনে রেখে।

হে যুবক
আশার প্রদীপ জ্বালিয়ে দাও মা-বাবার চোখে
স্বপ্ন দেখাও তোমার ভাই বোনের দুঃখে
নিজেকে বুঝতে শিখো সাহস রাখো বুকে।
@@@@@@@@@@@@@@@@@#@@@@@@@@@@@@@@
(জাতীয় যুব দিবসে,সকল যুবকদের জন্য উৎসর্গ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *