সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / মহাসড়কে কোন চাঁদাবাজি চলবেনা— সীতাকুণ্ড বড়দারোগারহাট স্কেল পরিদর্শনে ওবায়দুল কাদের

মহাসড়কে কোন চাঁদাবাজি চলবেনা— সীতাকুণ্ড বড়দারোগারহাট স্কেল পরিদর্শনে ওবায়দুল কাদের

DSC_0126নিজস্ব প্রতিবেদক,১৩জানুয়ারী(সীতাকুণ্ড টাইমস)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন চাঁদবাজি চলবেনা। আজ বিকাল ৪টায় সীতাকুণ্ড দারোগারহাটে স্কেল পরিদর্শন করার সময় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের উপরোক্ত কথা বলেন। তিনি আরও বলেন স্কেল নিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে তার প্রতি নজর রাখতে হবে। স্কেল এলাকায় যেন কোন চাঁদাবাজি না হয় সেজন্য স্থানীয় ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলামকে স্ক্রেল দেখবাল করার দায়িত্ব দেন মন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম,উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন,সীতাকুন্ড পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম,
চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক আফতাব হোসেন,চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদান চন্দ্র ধর,চট্টগ্রাম সড়ব বিভাগের নির্বাহিী প্রকৌশলী রাশেদুল ইসলামসহ সড়ক ও জনপদ অধিদপ্তর,ঢাকা চট্টগ্রাম চারলেন প্রকল্পের প্রকৌশলীবৃন্দ, চেয়ারম্যান রায়হান উদ্দিন রেহান,কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন ।
DSC_0124

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *