সংবাদ শিরোনাম
Home / জাতীয় / সিটিজি টাইমসের সম্পাদকের মুক্তির দাবী সীতাকুন্ডে

সিটিজি টাইমসের সম্পাদকের মুক্তির দাবী সীতাকুন্ডে

1375853_243588915797517_910543202_n ফখরুল ইসলাম,২৫ অক্টোবর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
চট্টগ্রামে বহুল আলোচিত জনপ্রিয় নিউজ পোর্টাল ‘সিটিজি টাইমস ডট কম’র সম্পাদক মসরুর জুনায়েদকে পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করার মাধ্যমে প্রমান হয় এসরকার গণতন্ত্রকে পিটিয়ে হত্যা করতে চাই। সাংবাদিকদের গ্রেফতার করে দুনিীতি,চাঁদাবাজি,অস্ত্রবাজী লোকাতে পারবেন না। আওয়ামীলীগ দেশকে একটি কারাগারে পরিণত করেছে। আগামী নির্বাচনে জাতি তার উপযুক্ত বিচার করবে। আজ ২৫ অক্টোবর সীতাকুন্ড অনলাইন পাঠক ফোরামের এক সভায় ফোরামের আহ্বায়ক তারেকুল আলম উপরোক্ত কথা বলেন। তিনি বলেন বর্তমান সরকার আমারদেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ দেশে অসংখ্য সাংবাদিকদের গ্রেফতার করে তাদের কুকর্ম ডাকতে চাই। সভায় অতিথি হিসেবে ব্তব্য রাখেন কুতুব উদ্দিন শিবলী, আশরাফ হোসেন, বখতিয়ার উদ্দিন, কামরুল ইসলাম,মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিক মসরুর জুনায়াদ এর মুক্তি দাবী করেন।
এদিকে সিটিজি টাইমস এর সম্পাদক মসরুর জুনায়াদ এর মুক্তি দাবী জানিয়েছে সীতাকুন্ড প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু, সেক্রেটারী ও সীতাকুন্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,দৈনিক সংগ্রাম এর সীতাকুন্ড প্রতিনিধি মাহমুদুল হক,কর্ণফুলী প্রতিনিধি এম হেদায়েত,দৈনিক আজাদী প্রতিনিধি কাইয়ুম চৌধুরী,রেডিও টুডে প্রতিনিধি লিটন চৌধুরী,সীতাকুন্ড সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি খায়রুল ইসলাম,রেডিও টুডে প্রতিনিধি লিটন চৌধুরী,দৈনিক জনকন্ঠ ও পূর্বদেশ প্রতিনিধি জাহেদুল আনোয়ার চৌধুরী,নব জমিন প্রতিনিধি আব্দুল্লাহ আল ফারুক,আমাদের সময় প্রতিনিধি নিরদেশ বড়ুয়া,ডেসটিনি প্রতনিধি জাহাঙ্গীর আলম,বিডি২৪লাইভ এর প্রতিনিধি সাইফুল মাহমুদ,বাংলা নিউজ ডটকম ডটবিডির প্রতিনিধি ইব্রাহিম খলিল,হ্যালো টুডে এর প্রতিনিধি এমরান হোসেন,সাংবাদিক আবুল খায়ের,কামরুল ইসলাম দুলু ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *