সংবাদ শিরোনাম
Home / গ্রাম-গঞ্জ / সীতাকুণ্ডের শামীম আল রাজী এখন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ঃ অভিনন্দন অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ও সীতাকুণ্ড সমিতির

সীতাকুণ্ডের শামীম আল রাজী এখন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ঃ অভিনন্দন অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন ও সীতাকুণ্ড সমিতির

17760246_668054793404591_5483238746207968310_nমোঃ জাহাঙ্গীর আালম্ (সীতাকুণ্ড টাইমস)-
সীতাকুণ্ডের স্বনামধন্য শিক্ষক – পরিবারের সন্তান শামীম আল রাজী শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব হিসেবে যোগদান করেছেন। সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে সেবাপ্রদানের সুযোগ পাওয়ায় তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। এছাড়াও অভনন্দন জানিয়েশন সীতাকুণ্ড সমিতির সভাপতি গিয়াস উদ্দীন,সাধারণ সম্পাদক কে.এম তফজল হক, বিশিষ্ট সাংবাদিক মোঃ ইউছুপ। নেতৃবৃন্দরা আশা করেন, সততা ও আন্তরিকতার মধ্যদিয়ে কাজ করে শিক্ষাক্ষেত্রে তিনি অভূতপূর্ব অবদান রাখবেন।
উল্লেখ্য, শামীম আল রাজী’র পিতা সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধানশিক্ষক ও কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও লেখক নজির আহমদ, মা রিজিয়া বেগম সীতাকুণ্ড থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষিকা। শামীম আল রাজী’র ছোটভাই শাহীন আল রাজী চট্টগ্রামের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের ভাইস-প্রিন্সিপাল।তাঁর একমাত্র ছোটবোন জান্নাতুল ফেরদৌস আলপনা উত্তর সলিমপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।
তাঁর বাড়ী সীতাকুণ্ড পৌরসদরের শিবপুর গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *