সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে উপজেলা প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি হলেন ফরিদ চৌধুরী

সীতাকুণ্ডে উপজেলা প্রাথমিক শিক্ষা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি হলেন ফরিদ চৌধুরী

সীতাকুণ্ড টাইমস প্রতিবেদক ঃ
প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখায় প্রতি বছরের ন্যায় এবারও উপজেলা পর্যায়ে শিক্ষক, কর্মকর্তা, প্রতিষ্ঠানসহ ১৬ টি পদে শ্রেষ্ঠত্ব নির্ধারন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক এসএমসি ক্যাটাগরিতে প্রাথমিক স্কুল হতে শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মছজিদ্দা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচলনা কমিটির সভাপতি মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী। স্কুলের নামে জায়গার ব্যবস্থা করে তিনতলা বিশিষ্ট দালান নির্মিনে সহযোগীতা করা, শতভাগ মাসিক সভা পালন, শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা, সাহিত্য,ক্রিড়া ও সাংস্কৃতিতে মান উন্নয়ন, বাগান তৈরী ও লাইব্রেরীসহ প্রতিটি ক্ষেত্রে দায়ীত্ব পালনে এগিয়ে থাকায় শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেন বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছোপা।
এদিকে, শিক্ষায় এলাকাকে উন্নয়ন করে শ্রেষ্ঠ সভাপতির স্বীকৃতি পাওয়ায় গর্ববোধ করেন মসজিদ্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী।
মোহাম্মদ ফরিদ চৌধুরী ছোটকুমিরা নুর উদ্দিন চৌধুরী বাড়ির নুরুল ইসলাম চৌধুরীর পুত্র।
তিনি বলেন,‘ দেশের সাথে তাল মিলিয়ে সার্বিকভাবে এলাকার উন্নয়নের চিন্তা করেছি সব সময়। ব্যাক্তি স্বার্থের কথা না ভেবে সরকারী-বেসরকারী সহযোগীতায় শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়েছি। আর সেই ভাল কাজের স্বীকৃতি স্বরুপ পেয়েছি শ্রেষ্ঠত্বের গৌরব।’ ভবিষ্যতেও সমাজ উন্নয়নে নি:স্বার্থভাবে নিজেকে জড়িয়ে রেখে উন্নয়নে করার চেষ্টা অব্যহত থাকবে বলে জানান তিনি।
সীতাকুন্ড উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম – ৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম, কুমিরা ইউপির চেয়ারম্যান মোরশেদ চৌধুরী, মছজিদ্দা-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমানসহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *