সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়ীতে হামলা ঃ নেতৃবৃন্দের প্রতিবাদ

সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়ীতে হামলা ঃ নেতৃবৃন্দের প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি,৮ ডিসেম্বর(সীতাকুণ্ড টাইমস)-

সীতাকুন্ডের বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম’র বাড়ীতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার পরিবারের সদস্যদের মারধর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে যুবলীগের ১০/১৫ জনের একদল সন্ত্রাসী আচমকা আলাউদ্দিন মাসুমের বাড়ীতে হানা দিয়ে তাকে খুঁজতে থাকে। বিএনপি নেতা এসময় টের পেয়ে কৌশলে পালিয়ে গেলেও সন্ত্রাসীরা তার মা-বাবাকে লাঞ্চিত করে। ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুরের চেষ্টা চালিয়ে বিফল হলেও ঘরে থাকা মোবাইল সেট নিয়ে চলে যায়। আক্রান্তদের আর্ত চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসার চেষ্টা করলে সন্ত্রাসীরা দুটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, দিনে দুপুরে সন্ত্রাসীরা এভাবে কারো বাড়ীতে হামলা চালিয়ে নির্বিঘেœ পালিয়ে যাওয়ার সাহস পায় প্রশাসনের মদদে। সরকার দলীয়রা প্রশাসনের ছত্রছায়ায় অপকর্ম করছে যা বন্ধ না হলে আইনের শাসন ও গনতন্ত্র হুমকির মুখে পড়বে।

নেতৃবৃন্দ বলেন, সীতাকুন্ড জুড়ে সরকার দলীয় সন্ত্রাসীরা যে নৈরাজ্যের সৃষ্টি করেছে তার বিরুদ্ধে প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। একের পর এক নেতাদের বাড়ী, গাড়ী, অফিস,আদালতে অব্যাহত হামলার মাধ্যমে তারা সীতাকুন্ডকে নরকে পরিণত করেছে। অচিরেই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা আহবায়ক আসলাম চৌধূরী এফসিএ, সীতাকুন্ড উপজেলা বিএনপি’র আহবায়ক তফাজ্জল আহম্মদ, যুগ্ম আহবায়ক মু.জহুরুল আলম জহুর, উত্তর জেলা কৃষকদলের সভাপতি ইসহাক কাদের চৌধূরী, পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী, সাধারন সম্পাদক কাউন্সিলর শামসুল আলম আজাদ, সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহম্মদ ছলু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইউনুছ চৌধূরী, সাবেক য্গ্মু আহবায়ক গাজী মোঃ সুজা উদ্দিন, কামাল উদ্দিন চৌধূরী, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল,বিএনপি নেতা আলহাজ্ব ইকবাল হোসেন, জেলা যুবদলের সভাপতি কাজী সালাহউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মোরছালিন, কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধূরী, ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধূরী, মহিলা দল সভানেত্রী এ্যাড.রৌশন আরা, মহিলা দল সম্পাদিকা উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার চৌধূরী নেলী, জেলা মহিলা দল নেত্রী নারগিস আক্তার, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, উপজেলা যুবদল সভাপতি ফজলুল করিম চৌধূরী, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রাজু, পৌর যুবদল সভাপতি কাউন্সিলর সেলিম উদ্দিন, ছাত্রদল সভাপতি আওরঙ্গজেব মোস্তফা, সাধারণ সম্পাদক জাহেদুল হাছান, স্বেচ্ছাসেবকদল সভাপতি গোলাম সরোয়ার চৌধূরী, সাধারণ সম্পাদক সোলায়মান রাজ, শ্রমিকদল সভাপতি সালামত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক রবিউল হক, তাঁতীদল সভাপতি দিদারুল আলম, সম্পাদক সিরাজুল ইসলাম, ওলামাদল সভাপতি মৌলানা ইসমাইল, তরুন দল সভাপতি অহিদুল ইসলাম চৌধূরী শরীফ, ভারপ্রাপ্ত সম্পাদক ইঞ্জি.সাইফুদ্দিন, মোঃ জাহাঙ্গীর, আনোয়ারুল আজিম মুকুল, আবুল বশর ভুইয়া, আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মহরম আলী, ডাঃ কমল কদর, কাজী এনামুল বারী, বদিউল আলম বদরুল, মোস্তাফিজুর রহমান হিরু, নুরুল আজিম সবুজ, নুরন্নবী চৌধূরী, মোঃ মহিউদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *