সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুণ্ড সমিতির মিলন মেলা বুধবার চট্টগ্রাম গানার অফিসার্স ক্লাবে

সীতাকুণ্ড সমিতির মিলন মেলা বুধবার চট্টগ্রাম গানার অফিসার্স ক্লাবে

মোঃ দিদারুল আলম.২২ ডিসেম্বর(সীতাকুণ্ড টাইমস)
আগামীকাল ২৩ ডিসেম্বর বুধবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম গানার অফিসার্স ক্লাব, আর্টিলারী সেন্টার এন্ড স্কুল হালিশহর, চট্টগ্রামে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর উদ্যোগে ৭৪৪ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, মিলনমেলা, র‍্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শাহজাহান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভুঁইয়া, প্যাসিফিক জিন্স গ্রুপ এর পরিচালক আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ তানভীর, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্ব মাস্টার আবুল কাশেম, উপ-পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয় বন্দনা দাশ, সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন উপস্থিত থাকবেন।

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামে সভাপতি এম. ই. আজিজ চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনায় আগতদের জন্য ১৬টি বাস দিবে সীতাকুণ্ড উপজিলা থেকে সীতাকুণ্ড সমিতি ।

১৬টি বাস ছাড়ার সময় সূচী ঃ

১)বড়দারগাহাট ও টেরিয়াল -১টি বাস
২)সীতাকুণ্ড বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ এর সামনে-২টি বাস
৩)সীতাকুণ্ড পৌরসভার সামনে-৭টি বাস
৪)বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের সামনে(বাঁশবড়ীয়া সহ)-১টি বাস
৫)কুমিরা হাইস্কুলের সামনে(রোজ গার্ডেন,কুমিরা বালিকা স্কুল ও কলেজ)-১টি বাস
৬)সবুজ শিক্ষায়তন,শিতলপু্‌র,রাজা কাশেম-১টি বাস
৭)বিজয় স্মরণী কলেজ ও ভাটিয়ারী হাই স্কুল -১টি
৮)ফৌজদার হাট কলেজিয়েট,ফৌজদারহাট,কলুশাহ(রা.)-১টি
৯)লতিফপুর হাই স্কুল -১টি বাস
তাছাড়া সীতাকুণ্ড হতে ছেড়ে আসা সব বাস(ব্যানার থাকবে)শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাত তুললে দাঁড়াবে ।
অনুষ্ঠান শেষে একই বাসে ফেরত যাবে ।

সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি এম. ই. আজিজ চৌধুরী লিটন ও সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *