সংবাদ শিরোনাম
Home / জাতীয় / ২৭ ফেব্রুয়ারী থেকে তিনদিন ব্যাপী সীতাকুন্ডে শিব চর্তুদশী মেলা শুরু হতে যাচ্ছে

২৭ ফেব্রুয়ারী থেকে তিনদিন ব্যাপী সীতাকুন্ডে শিব চর্তুদশী মেলা শুরু হতে যাচ্ছে

দেলোয়ার হোসাইন, ৮ ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)- সীতাকুন্ডে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম শিব চতুর্দশী মেলা। উপমহাদেশের সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান সীতাকুন্ড চন্দ্রনাথ ধামে আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে ১ মার্চ পর্যন্ত ৩ দিনব্যাপি শিব চর্তুদশী মেলা শুরু হতে যাচ্ছে। ১৬ ও ১৭,১৮মার্চ দোল পুর্নিমা। শিব চর্তুদশী মেলা তিনদিন ব্যাপী চললেও দোল পুর্নিমা উপলক্ষে এই মেলা ১৭ই মার্চ পর্যন্ত চলবে। এত বড় মেলা সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হয়। এ উপলক্ষে এক প্রস্তুতি সভা শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে মেলা কার্যকরী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ শাহীন ইমরানের সভাপত্বিতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিধি ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ দিদারুল আলম। বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল¬াহ আল বাকের ভূইঁয়া, সীতাকুন্ড পৌর মেয়র নায়েক (অব) শফিউল আলম, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দীন রেহান। এসময় আরো উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন মেলা কমিটির সাধারণ সম্পাদক কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু।আরো বক্তব্য রাখেন, অধ্যাপক রনজিত সাহা, সমীর শর্মা, মুকুল বনিক, তপন চক্রবর্তী, বিঞ্চু পদ ভট্রচার্য, গোপি লাল ভারতী, স্মৃতি লতা ভারতী ও রনজন লাল ভারতী।
সভায় স্থানীয় সাংসদ দিদারুল আলম বলেন, মেলা সম্পাদনের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। এদিকে মেলা কমিটির সম্পাদক কাউন্সিলর হারাধন বাবু জানায় রাজনৈতিক অস্থিতিশীলতার কারনে গতবছর মেলায় তেমন তীর্থযাত্রী না আসায় আর্থিক সংকটে পড়ে মেলা কমিটি। মেলা সুষ্ঠ ও সুন্দও শান্তিপূর্ণ করার জন্য তিনি সকল মহলের সহযোগীতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *