সংবাদ শিরোনাম
Home / জাতীয় / বহু প্রতিক্ষিত ভাটিয়ারীতে বিএসবিএ ২৫০ শয্যা হাসপাতাল উদ্ভোধন

বহু প্রতিক্ষিত ভাটিয়ারীতে বিএসবিএ ২৫০ শয্যা হাসপাতাল উদ্ভোধন

DSCF5108কামরুল ইসলাম দুলু,১০নভেম্বর(সীতাকুণ্ড টাইমস)- অবশেষে বহু প্রতিক্ষিত ৫৫ বছর পর সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শুভ উদ্ভোধন হলো ২৫০ শয্যা বিশিষ্ট বিএসবিএ (বাংলাদেশ শীপ ব্রেকিং এসোসিয়েশন) হাসপাতাল। বিএসবিএ-এর নিজস্ব অর্থ্যায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতাল নির্মাণ করে। আজ মঙ্গলবার দুপুর ১টায় উপজেলাস্থ ভাটিয়ারী স্টেশন এলাকায় স্থাপিত এ হাসপাতালটি উদ্ভোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, যুগ্ম সচিব ইয়াছমিন সুলতানা।
এই উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয। বাংলাদেশ শীপ ব্রেকিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসবিএ হাসপাতালের মহাপরিচালক প্রফেসর ডাঃ বি.কে দাশ, ম্যাক কর্পোরেশনের পরিচালক মাস্টার আবুল কাশেম, নৌ কমডোর ইফতেখার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, শ্রমিক নেতা সফর আলী, শীপ ব্রেকার জহিরুল ইসলাম রিঙ্কু, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আনোয়ার, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, স্থানীয় আওয়ামী নেতা নাজিম উদ্দিন প্রমুখ।
বক্তরা বলেন যে, দেশের অর্থনীতিতে সিংহভাগ রাজস্ব প্রদান করে আসছে এ জাহাজ ভাঙা শীপ ব্রেকিং ইয়ার্ড। ১৯৬০ সালে এ শিল্পের গোড়া পত্তন হয়। এ দীর্ঘ বছর অতিক্রম হলেও এই শিল্পের নীতিমালা ছিল না। অবশেষে ২০১১ সালে এটি শিল্প মন্ত্রণালায়ের অধীনে ন্যস্ত হয়। কালের বিবর্তনে এই শিল্প এখন নিজস্ব ব্যবস্থাপনায় শ্রমিকদের সু-চিকিৎসা নিশ্চিত কল্পে নিজেদের অর্থ্যায়নে ব্যয় বহুল এই হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি স্থানীয় এলাকাবাসীসহ দেশবাসী এ হাসপাতালের সেবা ভোগ করতে পারবে।
স্থানীয় এমপি আলহাজ্ব দিদারুল আলম বলেন, এ শিল্পকে বাঁচাতে এবং শ্রমিকদের মান উন্নয়নে ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ইতিমধ্যে সরকার একটি প্রশিক্ষণ ইনিষ্টিটিউট কার্যক্রম শুরু করেছে । এছাড়া শীপ ব্রেকিং ইয়ার্ডের সাময়িক সংকট দূর করা সহ সকল প্রকার সহযোগিতার করার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠান শেষে শিল্প মন্ত্রনালয়ের উর্দ্ধতন কর্মকর্তা অতিরিক্ত সচিব বেগম পরাগ, যুগ্ম সচিব ইয়াছমিন সুলতানা সমুদ্রের বেলাভূমিতে প্রতিষ্ঠিত জাহানাবাদ শীপ ব্রেকিং ও প্রাইম শীপ ব্রেকিং ইয়ার্ড দুটি পরিদর্শন করেন। এসময় শিপ ব্রেকিং ইয়ার্ডেও ম্যানেজার আবু জাফর, মেরিন ইঞ্জিনিয়ার আবুল হাসনাত, আইটি ইঞ্জিনিয়ার আকরাম উল্ল্যাহ্, ক্যাপ্টিন এনাম আহম্মদ সহ সিনিয়র সাংবাদিক সৈয়দ ফোরকান আবু, কবি জামশেদ উদ্দিন, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, , দৈনিক পূর্বদেশ প্রতিনিধি জাহিদুল আনোয়ার চৌধুরী, যায়যায়দিন প্রতিনিধি সবুজ শর্মা শাকিল, মানবকন্ঠ প্রতিনিধি সাইদুল হক, সাপ্তাহিক সূর্যোদয় প্রতিধিনি কামরুল ইসলাম দুলু, প্রমুখ।
শিল্প মন্ত্রণালয়ের এ দু’সচিব সরজমিনে ইয়ার্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *