সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বারআউলিয়ায় প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে নিহত দুই শ্রমিকের পরিবারকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান

বারআউলিয়ায় প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে নিহত দুই শ্রমিকের পরিবারকে ১২ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
সীতাকুণ্ডের বারআউলিয়ায় প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিক হামিদুর রহমান মন্ডল (৩০) ও মুজিবুল হক রুবেল (২৫) এর পরিবারকে ৬ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক।

বুধবার দুপুর ১২টায় চট্টগ্রামের আগ্রাবাদে বিএসবিএ এর সভাপতির অফিসে আয়োজিত ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রণালয়ের উপ-সচিব (অডিট) আবুল খায়ের, বাংলাদেশ শিপব্রেকিং এন্ড রি-সাইক্লিং এসোসিয়েশনের সভাপতি মোঃ আবু তাহের, বিএসবিএ’র নির্বাহী সদস্য এনইউএন জাহাঙ্গীর চৌধুরী, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এস.এম নুরুন্নবী, শ্রম ও কল কারখানা অধিদপ্তরের পরিদর্শক পলাশ কুমার দাস ও পরিদর্শক শুভংকর দত্ত, বিএসবিএ এর সচিব এম.এ সিদ্দিক, সহকারী সচিব নাজমুল ইসলাম, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিঃ জি.এম মোঃ নজরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মোঃ সাব্বির চৌধুরী, শ্রমিক নেতা শফর আলী, শফি বাঙালি।

অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত দুই শ্রমিকের প্রত্যেকের পরিবারের জন্য ৬ লাখ টাকা করে (শ্রম আদালতের মাধ্যমে ২লক্ষ টাকা ও আরো ৪ লাখ টাকার চেক) মোট ১২ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করা হয়। প্রসঙ্গত, গত ১৫ মে ঐ শিপব্রেকিং ইয়ার্ডে অগ্নিদ্বগ্ধ হয়ে উক্ত শ্রমিকরা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *