সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / বাড়বকুন্ড প্রগতি ইন্ডাষ্ট্রিজে শিল্প প্রতিমন্ত্রী পরিদর্শ এসে ক্ষোভ প্রকাশ করলেন কর্তৃপক্ষের উপর

বাড়বকুন্ড প্রগতি ইন্ডাষ্ট্রিজে শিল্প প্রতিমন্ত্রী পরিদর্শ এসে ক্ষোভ প্রকাশ করলেন কর্তৃপক্ষের উপর

Sitakund progote indus Pic-saআব্দুল্লাহ আল ফারুক,২৪ সেপ্টেম্বর (সীতাকুন্ড টাইমস ডটকম)-
শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ২৩ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ব গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ই-াষ্ট্রিজ পরিদর্শন করেন। এসময় কারখানার ভিতরে প্রতিটি ইউনিট ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি কারখানার জেনারেল ম্যাানেজার আবুল খায়ের সর্দারকে গাড়ির যন্ত্রাংশ কয় প্যাকেট আমদানী হয় তা জিজ্ঞেস করলে মন্ত্রীর প্রশ্নের জবাব দিতে না পারায় তিনি ক্ষোভে ফেটে পড়েন। এসময় তিনি বলে ফেলেন, একটা লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও। এদুঃখ মন্ত্রী হিসাবে আমার গায়ে লাগে। পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিএসইসি এর চেয়ারম্যান, মহাব্যবস্থাপক ও উৎপাদন, বিভাগীয় প্রশাসনিক প্রধান, সিবিএ’র নেতাদের সাথে কারখানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মন্ত্রীর কাছে বিভিন্ন দাবী করা হয় সিবিএ’র পক্ষ থেকে। মন্ত্রী তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইস্পাত প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান মো. আতাউর রহমান, প্রগতি ই-াষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক একেএম সোলায়মান হক, মহাব্যবস্থাপক আবুল খায়ের সর্দার, সিবিএ সভাপতি জয়নাল আবেদিন সুজা ও নাছির উদ্দীনসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *