সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বিজয়ের মাস উপলক্ষে দিশারী ফাউণ্ডেশন বাংলাদেশের আয়োজনে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

বিজয়ের মাস উপলক্ষে দিশারী ফাউণ্ডেশন বাংলাদেশের আয়োজনে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

মুসলেহ উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ

মহান বিজয়ের মাস উপলক্ষে দিশারী যুব ফাউণ্ডেশন বাংলাদেশ এর আয়োজনে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৪ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউণ্ডেশন বনাম সীতাকুণ্ড মানবতা ফাউণ্ডেশন অংশগ্রহণ করে।
খেলায় মানবতা ফাউন্ডেশন ১ গোলে বিজয় লাভ করে।
প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সীতাকুণ্ড সমিতি চট্রগ্রাম’র সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দীন।

দিশারী যুব ফাউণ্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এডভােকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, সীতাকুণ্ড সংস্কৃতি পরিষদের সভানেত্রী সুরাইয়া বাকের।

দিশারী যুব উন্নয়ন ফাউণ্ডেশনের সহ-সভাপতি প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, সীতাকুণ্ড সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, সহ-সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং এন্জেল এর সভাপতি লায়ন মো: শাহজাহান, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, অভিনেতা সাজ্জাদ ভুঁইয়া,
সাংবাদিক বাবলা মিয়া, সাংবাদিক মুছলেহ উদ্দীন,প্রথম প্রহর ফাউণ্ডেশনের সেক্রেটারী ফখরুল ইসলাম সোহেল, সুপ্তধারা ফাউণ্ডেশনের সভাপতি ফারহান সিদ্দীকি, জনসেবা যুব কল্যান ফাউণ্ডেশনের সভাপতি আবু তাহেরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন
দিশারী যুব ফাউন্ডোশন এর এই মহতি উদ্যোগ
সত্যিই প্রশংসনীয়। যুব সমাজকে একত্রিত করে এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজকে অনুপ্রেরনা যোগাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।