সংবাদ শিরোনাম
Home / জাতীয় / ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের ইন্তেকাল

ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমের ইন্তেকাল

গোলাম আযমনিজস্ব প্রতিবেদক,২৩অক্টোবর(সীতাকুন্ড টাইমস)-
জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযম (৯২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডে দণ্ডিত গোলাম আযম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। গোলাম আযমের মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার ব্যক্তিগত সহকারি (পিএস) আবুল কালাম। গোলাম আযমের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গোলাম আযমের ছেলে আবদুল্লাহ আমান আযমী তাকে জানিয়েছেন যে, তার বাবা আর বেঁচে নেই।

আবুল কালাম জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে পাঠানো ইমেল বার্তায় জামায়াতে ইসলমী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরও জানিয়েছে গোলাম আযম মারা গেছেন।
তবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গোলাম আযম লাইফ সাপোর্টে রয়েছেন। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে গোলাম আযমের সঙ্গে রয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আরো রয়েছেন গোলাম আযমের পরিবারের কয়েকজন সদস্য।
সূত্র-নতুন বার্তা ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *