সংবাদ শিরোনাম
Home / জাতীয় / সীতাকুন্ডের মাসুম কামাল ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

সীতাকুন্ডের মাসুম কামাল ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

Pic Masum Kamalনিজস্ব প্রতিবেদক,৭জানুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডের কৃতি সন্তান মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া গত ৩১ ডিসেম্বর ২০১৩ বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রামের নির্বাহী পরিচালকের দায়িত্বে নিয়োজিত আছেন। এর আগে তিনি এখানে মহা-ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ মাসুম কামাল ভূঁইয়া ১৯৮৪ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ে যোগদান করেন। সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও বগুড়া অফিস ছাড়াও প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, একাউন্টস এন্ড বাজেটিং ডিপার্টমেন্ট, আইন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সীতাকুন্ড উপজেলার পূর্ব লালানগর গ্রামের বদিউজ্জামান ভূঁইয়া বাড়ির মরহুম এম এম রহিম উল্লাহ ভূঁইয়ার জ্যেষ্ঠ সন্তান মাসুম কামাল ছোটবেলা থেকে লেখাপড়ায় স্কুল ও কলেজ পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি এসএসসি ও এইচএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বাণিজ্য বিভাগে যথাক্রমে তৃতীয় ও সপ্তম স্থান অধিকার করেন। স্বল্পভাষী জনাব ভূঁইয়া পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং এ বি.কম (সন্মান) ও এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৯-২০০০ সালে বুক অব ইংল্যান্ড এর স্কলারশীপের অধীনে যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় হতে ‘ব্যাংকিং ও ফাইন্যান্সে’ এমবিএ ডিগ্রী লাভ করেন। তিনি যুক্তরাজ্য, পাকিস্তান, সিংগাপুর, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, থাইল্যান্ড, তাইওয়ান, কানাডা ও মালয়েশিয়ায় কেন্দ্রীয় ব্যাংকিং এর উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। ভ্রমণ পিয়াসী জনাব মাসুম নিজ উদ্যোগে ফ্রান্স, জার্মানী, নেদারল্যান্ড ও বেলজিয়াম সফর করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ও একাউন্টিং এলামনাই এসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সীতাকুন্ড সমিতি- ঢাকার একজন সম্মানিত আজীবন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *