সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় ৪ মামলা আসামী ৪২৬ ঃ আটক ১২

সীতাকুন্ডে দশম জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতায় ৪ মামলা আসামী ৪২৬ ঃ আটক ১২

আব্দুল্লাহ আল ফারুক,৮জানুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে এবং নির্বাচনের দিন উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রে ককটেল বিষ্ফোরন, গাড়ীতে আগুন ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩টি এবং আগুনে পুড়ে যাওয়া গাড়ীর মালিক বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন। সীতাকুন্ড মডেল থানায় দায়ের করা মামলা ৪টিতে ১২৬ জনকে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০০সহ মোট ৪২৬ জনকে আসামী করা হয়। মামলায় জামায়াত বিএনপির নেতা কর্মীরা রয়েছে। উল্লেখ্য যে নির্বাচনের দিন বাড়বকুন্ড মান্দারী টোলা কেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালিয়ে একটি মিনি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায় বাড়বকুন্ডে জামায়াত নেতা শহীদ আমিনের এ গ্রামের জনগন নির্বাচন বয়সকট করে। বাড়বকুন্ড ইউপির সাবেক চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা আমিনুল ইসলামকে অপহরণ করে হত্যার প্রতিবাদে বাড়বকুন্ডের জনগন নির্বাচন বয়কট করে। সীতাকুন্ডে এবার সবচেয়ে কম ভোট পড়েছে বাড়বকুন্ডে বিশেষ করে শহীদ আমিনের কেন্দ্র মান্দারী টোলাই ভোট পড়েছে মাত্র ১১টি। এর কম ভোট আর কোন কেন্দ্রে ছিলনা।
সীতাকুন্ডে দুই মেম্বার, এক জামায়াতনেতাসহ আটক-১২ ঃ
সীতাকুন্ডে দুই মেম্বার, এক জামায়াত নেতাসহ ১২জনকে আটক করেছে যৌথ বাহিনী। সূত্রে জানা যায়, সীতাকুন্ডে যৌথ বাহিনী গতকাল বাঁশবাড়ীয়া অভিযান চালিয়ে যুবদল নেতা রবিউল হোসেন রবি ১নং ওয়ার্ডের মেম্বারকে আটক করে। এরপর বাড়বকুন্ড শুক্রলালহাট বাজারে অভিযান চালিয়ে বিএনপি নেতা বাড়বকুন্ড ২নং ওয়ার্ডের মেম্বার মারুফ উদ্দিন মারুফ কে আটক করে। এর পূর্বে পৌর জামায়াতের সহ-সভাপতি মোঃ সফিকে আটক করে। তাছাড়া বিএনপি কর্মী সন্দেহে মোঃ আলীম, মুরগী দোকানদার বাহার উদ্দিন, মোঃ মনির আটক করে। অপরদিকে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা বুধবার দুপুর ১২টায় সৈয়দপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন(২৫)কে ধরে বেধম প্রহর করে থানায় পুলিশে কাছে সোর্পদ করে। পুলিশ তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে হাজতে রাখে। তাছাড়া যৌথ বাহিনী বিভিন্নস্থান থেকে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত সন্দেহে আরো ৫জনকে আকট করে। তাদেরকে বিভিন্ন নাশকতার অভিযোগে আটক দেখানো হবে বলে থানা সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *