সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সীতাকুন্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেখ সালাউদ্দীন,৭মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজনে ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা শহীদ মিনানে এক আলোচনা সভা,বিতর্ক প্রতিযোগিতা ও র‌্যালীর আয়োজন করা হয়। উক্ত র‌্যালীতে উপজেলা কর্মকর্তাগন ছাড়াও স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন পেশার এবং এনজিও প্রতিষ্ঠান গুলো এতে অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে নারী দিবসে বক্তব্য রাখেন, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফেরদৌস হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহা আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এতে উপস্থিত ছিলেন, সীতাকু- প্রেসক্লাব সভাপতি ফোরকান আবু,সহসভাপতি কাইয়ুম চৌধুরী,সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি, কাউন্সিলর মোঃ জহিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা শর্মিষ্ঠা মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক সহকারী জান্নাতুল ফেরদৌস প্রমুখ। অগ্রগতির মুল কথা নারী-পুরুষ সমতা’’ এ শ্লোগানকে সামনে রেখে ইপসা,ব্র্যাক ও স্কাস এর সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার একেবারে শুরু থেকে নারীদের গুরুত্ব দিয়ে আসছে। নারী ছাড়া কোনো উন্নয়ন কর্মকান্ড করা সম্ভব নয়। প্রতিটি ক্ষেত্রে নারীদের বিরাট একটি ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে পুরুষরা নারীদের একটু অর্গাধিকার দিলে তবেই দেশের নারীরা সর্ব ক্ষেত্রে উৎসাহিত হবে।এছাড়া প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের প্রাইমারী স্কুল ও আরো অন্যান্য সরকারী প্রতিষ্ঠান গুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। তা ছাড়া দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকার একটির পর একটি ব্যাপক কাজ এবং পরিশ্রম করে চলেছে। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবেনা। নিজেদেরকেও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। তবেই সকল ছোট খাটো সমস্যা গুলো সমাধার করা সম্ভব হবে। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে ৬জন স্কুল বিতর্ক প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি ও আগত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *