সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড বড়দারোগারহাট এক্সেললোড নিয়ন্ত্রন হস্তান্তর অনুষ্ঠানে ওবায়দুল কাদের- চলতি অর্থবছরে ৪ লেন সম্প্রসারন সড়কের কাজ সম্পন্ন হবে

সীতাকুন্ড বড়দারোগারহাট এক্সেললোড নিয়ন্ত্রন হস্তান্তর অনুষ্ঠানে ওবায়দুল কাদের- চলতি অর্থবছরে ৪ লেন সম্প্রসারন সড়কের কাজ সম্পন্ন হবে

Copy of obidul picকাইয়ুম চৌধুরী,৪ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস)-
সর্বশেষ মহাসড়ক ৪ লেন সম্প্রসারন কাজ চলতি অর্থ বছরে সম্পন্ন হবে বলে ঘোষনা দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সীতাকুণ্ডের দারোগারহাট এলাকায় অবস্থিত এক্সেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রটি সেনা বাহিনীর নিকটে হস্তান্তরকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, ইতিমধ্যে মহাসড়কের ৪ লেন সম্প্রসারন কাজ ৯২ কিমি পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। ২০১৫ সালের ১৫ জুনের মধ্যে ৪ লেন সম্প্রসারনের সম্পন্ন করে তা যান চলাচলের জন্য উম্মোক্ত করে দেয়া হবে।
মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক রাজধানী ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে কম্পিউটারাইজ পদ্ধতিসহ সয়ংক্রিয় আধুনিক এ এক্সল লোড কেন্দ্রটি ধাপে ধাপে সংস্কার করতে প্রায় ৭ কোটি ৪৭ লক্ষ ৬৬ হাজার টাকা ব্যয় হয়েছে। মন্ত্রী ক্ষোভের সাথে আরো জানান, অধিক মুনাফার জন্য প্রায় প্রতিটি যানবাহনে অতিরিক্ত মালামাল পরিবহন করে চলেছে। যার ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি স্থায়ীত্ব অনেকাংশে হুমকীর সম্মুখীন। মহাসড়কের সীতাকুণ্ডে দারোগারহাট, কুমিল্ল¬ার দাউদকান্দি ও রাঙামাটি এক্সেল লোড নিয়ন্ত্রন কেন্দ্রের দেখভালসহ অতিরিক্ত পণ্য পরিবহন বিষয়টিও সেনাবাহিনী দেখভাল করবেন বলে তিনি জানান।
মন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে সীতাকুন্ডে দারোগারহাট এক্সেলটি হস্তান্তর করেন।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় এমপি দিদারুল আলম, সেনা বাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশনের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আবদুল ওহাব, লে.কর্নেল মুহাম্মদ তানবীর হোসেন, লে.কর্নেল আরিফ মাহমুদ, মেজর মো. আজিজুর রউফ, মেজর এসএম মাহমুদ হাসান, র‌্যাগনাম কোম্পনীর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসাইন জনি, কর্মাশিয়াল ম্যানেজার রফিকুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী কামরুল হাসান, সড়ক-জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আরিফুর রহমান, তত্বাবদায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম, নিবার্হী প্রকৌশলী রাশেদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী মফিজুল ইসলাম, প্রকল্প পরিচালক অরুণালয় চাকমা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *