সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে গাড়ির চাপায় ছাত্র নিহত ঃ গাড়িতে আগুন,৩ঘন্টা রাস্তা অবরোধ

সীতাকুন্ডে গাড়ির চাপায় ছাত্র নিহত ঃ গাড়িতে আগুন,৩ঘন্টা রাস্তা অবরোধ

agon picকামরুল ইসলাম দুলু,৩সেপ্টেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড গাড়ির চাপায় এক স্কুল ছাত্র মারা যাওয়ার ঘটনায় বিক্ষোব্ধ জনতা গাড়িতে অগ্নিসংযোগ করে রাস্তা ব্যারিকেড দিয়েছে। স্থানীয় সূত্রে জানাযায় ৩ সেপ্টেম্বর দুপুর দেড়টায় বার আউলিয়া সোনাইছড়ির স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র তাসলিম উদ্দিন(১৩) টিফিন ছুটিতে নামাজ পড়ে রাস্তা পার হওয়ার সময় স্থানীয় বিএসআরএম ষ্টীল মিলের একটি বড় লড়ি ধাক্কা দেয়।এতে তাসলিম গুরতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যায়। স্কুল ছাত্রের মৃত্যুর খবর এলাকায় পৌছলে বিক্ষোব্ধ ছাত্র জনতা রাস্তা অবরোধ করে রাখে। এসময় বিক্ষোব্ধ জনতা বিএসআরএম এর একটি ট্রাক(চট্টগ্রাম ন ৮৬৮) আগুন ধরিয়ে দেয় এবং কারখানায় হামলা করে। স্থানীয়রা অভিযোগ করেছে এসময় কারখানা থেকে আনসারদের পাথর নিক্ষেপে এলাকাবাসী সহ ১৫জন আহত হয়েছে। আহতরা হল জসিম উদ্দিন(৯ম শ্রেণী)ইকবাল,মহিউদ্দিন, তারেক,রিয়াদ ,সেকান্দর,করিম,নাঈম,শিক্ষক আলী আকবর আযাদ।তবে আহত সেকান্দর এর অবস্থা আশংখাজনক বলে জানাগেছে। নিহত স্কুল ছাত্র তাসলিম উদ্দিন বারাউলিয়া বক্তার পাড়া শেয়ারীপুলের মোঃ এসহাক এর পুত্র ।
বিক্ষোব্ধ জনতাকে শান্ত করার সময় সীতাকুন্ড মডেল থানার ওসি সামিউল আলমসহ কয়েকজন পুলিশ আহত হয়েছে। এসময় ঘটনাস্থলে চট্টগ্রাম এডিশনাল এসপি ফরিদ উদ্দিন,সীতাকুন্ড নির্বাহী অফিসার,সীতাকুন্ড সার্কেল এএসপি ও মডেল থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দীর্ঘ ৩ ঘন্টা পর স্কুল ছাত্র হত্যার উপযুক্ত বিচার করার আশ্বাস দিলে বিক্ষোব্ধ জনতা রাস্তা অবরোধ তুলে নেই। অবরোধ তুলে নিলেও রাত১১টা পর্যন্ত দীর্ঘ ৪০কিমি যানজট লেগেই ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *