সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে নির্বাচনী আচরণ বিধিলংঘনের দায়ে জরিমানা

সীতাকুন্ডে নির্বাচনী আচরণ বিধিলংঘনের দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ৪ফেব্রুয়ারী (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলা নির্বাচনে প্রতিনিয়ত প্রার্থীদের কর্মীরা আচরণ বিধিলংঘন করে চলছে। গতকাল উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পোষ্টার লাগানোর সময় কুমিরা,সোনাইছড়ি ও পৌরসদরে ৪জনকে জরিমানা করেছে। তিনি জানায় নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের কর্মীরা গাড়িতে,দেয়ালে ও দোকানে ঘাম দিয়ে পোষ্টার লাগানোর সময় এ জরিমানা করা হয়। প্রার্থীর কর্মীরা জরিমানার টাকা নগদ টাকা দিয়ে রেহায় পেয়েছে। তিনি আরও জানায় আচরনবিধি লংঘন প্রতিরোধে নির্বাচনের পূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আরোও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা নির্বাচনে কয়েকজন প্রার্থী ছাড়া প্রায় সকলেই নির্বাচন আচরণ বিধি লংঘন করে চলেছে। সীতাকুন্ড উপজেলা নির্বাচনে এবার চেয়ারম্যান পদে ৭জন,ভাইস চেয়ারম্যান পদে ৩জন,মহিলা ভাইচ চেয়ারম্যান ২জন প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *