সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে রাতে সিএনজি অটোরিক্সা থেকে অস্ত্রসহ আটক-৩

সীতাকুন্ডে রাতে সিএনজি অটোরিক্সা থেকে অস্ত্রসহ আটক-৩

armsjjjjjদিদার হোসেন টুটুল, ৯ডিসেম্বর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডের শুকলালহাট এলাকা থেকে অস্ত্রসহ ৩জনকে আটক করেছে পুলিশ। সীতাকুন্ড থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু- ইউনিয়নের শুকলালহাট এলাকায় একটি সিএনজি টেক্সীকে পুলিশের সন্দেহ হলে ডিউটিরত এসআই মোবারক সিএনজিটিকে ধাওয়া করে। এসময় সিএনজি থেকে ৩জন পালিয়ে গেলেও ড্রাইভারসহ ৩জন যাত্রীকে পুলিশ আটক। পুলিশ অটোরিক্সার পেছন থেকে একটি ভাঁজ করা কাটা রাইফেল উদ্ধার করে। পুলিশ জানায় একটি বন্দুকসহ নগদ ৪৮ হাজার টাকা উদ্ধার করে। সীতাকু- মডেল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রাতে পুলিশ ইলিয়াছের পুত্র মোঃ ইউসুফ(৪২), মুনছুরের পুত্র আব্দুর রব(২০) ও আবুল হোসেনের পুত্র মোঃ ফারুক(২৪) কে অস্ত্রসহ আটক করে। তাদের সকালের বাড়ী মীরসরাই বারৈয়ার হাট এলাকায়। এদিকে আটককৃত ফারুক জানায় সে বারাইয়ারহাট সবজি ভান্ডারের ব্যাবসায়। সে বারআউলিয়া ফুলতলা ব্যবসায়ী জাহাঙ্গীর থেকে টাকা নিয়ে ফিরার পথে পুলিশ ফারুককে আটক করে বলে জানিয়েছে বারইয়ারহাট সবজি ভান্ডারের মালিক জসিম উদ্দিন। জসিম আরও জানায় বারউলিয়ায় পাওনাদার থেকে ফারুক ৪৮হাজার টাকা নিয়ে আসছিল।ফারুক এর বাড়ি বারৈয়ার হাট জামালপুর বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *