সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে সানম্যান টেক্সটাইল মিলে সিবিএ নেতৃবৃন্দের উপর হামলা ও মিল বন্ধের নিন্দা

সীতাকুন্ডে সানম্যান টেক্সটাইল মিলে সিবিএ নেতৃবৃন্দের উপর হামলা ও মিল বন্ধের নিন্দা

কামরুল ইসলাম দুলু,৯এপ্রিল (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডের কদমরসুলস্থ মেজর মান্নানের মালিকানাধীন সানম্যান টেক্সটাইল মিলে নবনির্বাচিত সিবিএ নেতৃবৃন্দের উপর দুই দফা হামলা চালিয়েছে মালিক পক্ষের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ও হামলার পরপরই মিলটি লেপ ঘোষলা করেন কর্তৃপক্ষ বলে অভিযোগ। এ হামলা ও মিল বন্ধের নিন্দা জানিয়েছেন, সীতাকু- উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ। শ্রমিকলীগের নুর আহম্মদ, সাধারণ সম্পাদক শামছুল আলম জানায়, ব্যক্তিমালিকানাধীন সানম্যান টেক্সটাইল মিলে দীর্ঘদিন যাবত শ্রমিক নির্যাতন ও নামমাত্র বেতন পরিশোধ করে আসছে মালিক কর্তৃপক্ষ। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ে উক্ত মিলে শ্রমিকলীগের রেজিঃ ভূক্ত একটি সিবিএ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে সভাপতি পদে নারায়ন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন নির্বাচিত হয়। উক্ত কমিটি ঘোষণার পরপরই মালিক পক্ষ স্থানীয় কিছু সুবিধাভোগী আ.লীগ নেতৃবৃন্দের সঙ্গে আতাত করে সিবিএ নেতৃবৃন্দের উপর ১ম দফা হামলা চালায় গত সোমবার। ২য় দফা হামলা চালায় গতকাল বুধবার দুপুরে। এরপরই মিল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মিল লে-অফ এর নোটিশ টাঙ্গিয়ে দেয় মিল গেইটে। ফলে শস্রাধিক নারী ও পুরুষ শ্রমিক গতকাল বিকাল ২টা থেকে কাজে যেতে না পেরে বেকার হয়ে পড়ে। এই হামলা ও মিল বন্ধের তীব্র নিন্দা জানিয়েছেন উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *