সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে স্কুল ছাত্র অপহরণের পর উদ্ধার

সীতাকুন্ডে স্কুল ছাত্র অপহরণের পর উদ্ধার

SAM_6079নিজস্ব প্রতিবেদক,২০জানুয়ারী(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে জায়গা জমি সংক্রান্ত বিরোধে এক স্কুল ছাত্রকে অপহরণের ১৫ ঘন্টা পর রামগর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় রবিবার দুপুরে ফকিরহাট এলাকা থেকে স্কুল ছুটির পর ১ম শ্রেণীর ছাত্র হৃদয় দে (৭)কে একটি সিএনজি করে ফুসলিয়ে নিয়ে যায়। অপহরণকারীরা তাকে প্রথমে একটি সিএনজি করে বড় দারোগারহাট বাজারে নিয়ে যায়। এর পর তারা শিশুটিকে রামগর নিয়ে আটকিয়ে রাখে। এদিকে হৃদয় দে এর বাবা রনঞ্জিত দে জানায় তাদের ছেলেকে না পেয়ে তারা সীতাকুন্ড বাজারে মাইকিং করে । একটি অটোরিক্সা ড্রাইভার এর তথ্য অনুযায়ী একই এলাকার জয়দেব কে স্থানীয়রা আটক করে। পরে পুলিশ জয়দেব এর স্বিকারোক্তিতে রামগর থেকে শিশুটিকে উদ্ধার করে। জয়দেব জানায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে তাকে অপহরণ করা হয়েছে। পুলিশ জয়দেব ও সবুজ শীলকে আটক করার পর শিশুটি উদ্ধার হয়েছে বলে সীতাকুন্ড মডেল থানার ওসি ইফতেখার হাসান জানায়। এদিকে সূত্রে জানা যায় অপহরণের ঘটনাটি উভয় পক্ষে আপোষের মাধ্যমে থানায় মিমাংস করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *