সংবাদ শিরোনাম
Home / জাতীয় / সীতাকুন্ড কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপকের পিএইচডি ডিগ্রী লাভ

সীতাকুন্ড কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপকের পিএইচডি ডিগ্রী লাভ

Pictureমাহমুদুল করিম,২১অক্টোবর(সীতাকুন্ড টাইমস ডটকম)-
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্গত ইসলামীক স্টাডিজ বিভাগের অধীনে সায়ীদ মুহাম্মদ ফারুক কে তাঁর রচিত “হাদিস বর্ণনায় উম্মাহাতুল ম’মিনীন এর অবদানঃ একটি পর্যালোচনা” শীর্ষক অভিসন্দর্ভের জন্য ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়েছে। তাঁর গবেষনার তত্ত্বাবধায়ক ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড.মোহাম্মদ আখতারুজ্জামান। বর্তমানে সায়ীদ ফারুক সীতাকুন্ড কামিল মাদ্রাসায় হাদীস বিষয়ে অধ্যাপনায় নিয়োজিত। তাঁর গ্রামের বাড়ী পিরোজপুর জেলার নেছারাবাদ(স্বরূপকাঠী)উপজেলার গুয়ারেখা গ্রামে। তাঁর পিতার নাম মুহাম্মদ মহি উদ্দিন শেক ও মাতা রাজিয়া খাতুন। তিনি সকলের দোয়া প্রার্থী। সায়ীদ ফারুক জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পিএইচডি ডিগ্রী লাভের সাময়িক সনদটি কিছুদিন পূর্বে তার হাতে আসে। এদিকে সীতাকুন্ড কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সায়ীদ ফারুক পিএইচডি ডিগ্রী লাভ করায় অভিনন্দন জানিয়েছে মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুলহক,উপাধ্যক্ষ মাওলানা মহিব্বুল্লাহ আযাদসহ শিক্ষক বৃন্দ। আরও অভিনন্দন জানায় সীতাকুন্ড যুবাইদিয়া মাহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির,মাহানগর মাদ্রাসার সুপার মাওলানা মহিউদ্দিন,পন্থিছিলা মাদ্রাসার সুপার মাওলানা শহীদ উল্লাহ। এদিকে সীতাকুন্ড বায়তুশ শরীফ মসজিদের খতিব মাওলানা সায়ীদ ফারুক পিএইচডি ডিগ্রী লাভ করায় মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম,সেক্রেটারী মাওলানা কাজি আবু বকর, সদস্য আব্দুল গনি খান,মাওলানা নুরুল আবছার সিদ্দিকী সহ অন্যান্যরা অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *