সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড কুমিরায় নারী নির্যাতন মামলায় ৩ভাই জেল হাজতে

সীতাকুন্ড কুমিরায় নারী নির্যাতন মামলায় ৩ভাই জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক,২১জুলাই(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড কুমিরায় স্ত্রীর দায়ের কারা মামলায় স্বামীসহ ৩ভাই জামিন নিতে গেলে চট্টগ্রাম আদলত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানাযায় ছোট কুমিরা মছজিদ্দা গ্রামের মৃত সোলতান ডাক্তারের বড় ছেলে সালাউদ্দিন মিন্টু বিয়ে করার পর থেকে তার স্ত্রী শাহনাজ তাজরীন রনিকে শারীরিক নির্যাতন করে আসছে। সম্প্রতি স্ত্রী রনি নির্যাতন সহ্য করতে না পেরে এক মাত্র মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়ে সীতাকুন্ড থানায় একটি নারী নির্যাতন ও যৌতুকের মামলা দায়ের করে। এ মামলায় স্বামী সালাউদ্দিন মিন্টু, আব্দুর রহিম, মহিউদ্দিন হাইকোর্ট থেকে জামিন নিয়ে চট্টগ্রাম জজ কোর্টে হাজির হলে বিজ্ঞ আদালত সোমবার তাদেরকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করে। গৃহবধূ রনি জানায় বিয়ের পর থেতে তার শাশুড়ী একের পর এক নির্যাতন শুরু করে। বহুদিন নির্যাতন সহ্য করে সংসারটিকিয়ে রাখতে চেষ্টা করি। কিন্তু সম্প্রতি তারা বিভিন্ন যৌতুকের দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন আরও বৃদ্ধি কের। তাই তিনি আইনের আশ্রয় নিয়ে সীতাকুন্ড থানায় নারী শিশু নির্যাতন আইনে মামলা( নং ৩৮,২২/৬/১৪ইং) দায়ের করে। উল্লেখ্যযে মামলার অন্যতম আসামী শাশুড়ী খুরশেদা আখতার(৫৫)কে আদালত জামিনে দেয়।কিন্তু রনি জানায় তার শাশুড়ি খুরশেদা তাকে বেশী নির্যাতন করেছে। তার কারনেই আজ রনির সংসার ভেঙেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *