সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ড ফকিরহাটে টেক্সি পিকআপ সংঘর্ষে নিহত ২ || সীতাকুন্ড বালিকা স্কুলের ছাত্রীসহ আহত ৮||

সীতাকুন্ড ফকিরহাটে টেক্সি পিকআপ সংঘর্ষে নিহত ২ || সীতাকুন্ড বালিকা স্কুলের ছাত্রীসহ আহত ৮||

নিজস্ব প্রতিবেদক, ১০ জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)times-pic-10
সীতাকুন্ডে হরতালের দিনেও বেপরোয়া ও অতিরিক্ত যাত্রী নেওয়ার কারনে পিকআপ ও সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে টেক্সি ড্রাইভারসহ ২জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪স্কুল ছাত্রীসহআহত ৮জন ।স্থানীয় সূত্রে জানাযায় ১০জুন সোমবার বিকাল সাড়ে ৫টায় সীতাকুন্ড ফকির হাট এলাকায় একটি পিকআপ (চট্টমেট্রো ঘ-১১০৬৬৫) ওভারটেক করার সময় চট্টগ্রাম মুখী একটি টেক্সির (চট্টগ্রাম থ-১১৬৫)মুখোমুখী সংঘর্ষ হয় । এসময় টেক্সি ড্রাইভার নিহত হয়। নিহত ড্রাইভার কবির আহমদ(৩৫) মাহমুদাবাদ বাড়বকুন্ড এলাকার আনোয়ারের পুত্র। এসময় সীতাকুন্ড বালিকা স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাড়ী যাওয়ার পথে ৪ছাত্রীসহ গুরতর আহত হয়েছে ৮যাত্রী। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তৃপক্ষ আশংখাজনক অবস্থায় আহতদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করে। স্থানীয় মেম্বার আবুল কালাম আযাদ জানায় আহত ৪ছাত্রীর মধ্যে ২জনের অবস্থা আশংখাজনক। এদিকে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ আবুল বাশার জানায় সীতাকুন্ডে দুর্ঘটনায় আহতদের মধ্যে আনোয়ার(৩০) নামের আরও এক ব্যাক্তি মারা যায়। তার বাড়ি খৈয়ারবিল কুতুব দিয়ে কক্সবাজার  এবং ৪ স্কুল ছাত্রীর মধ্যে ২জনের অবস্থা ভাল না বলে তিনি জানান
আহতরা হলো সীতাকুন্ড বালিকা স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী তারিনা(১৪) পিতা- মোঃ হারুন, দক্ষিণ রহমত নগর,৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তানজিনা(১২) পিতা- আবুল কালাম, দক্ষিণ রহমতনগর,রিপা(১২) পিতা-কামাল উদ্দিন, ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সুমাইয়া সুলতানা ইছমা(১১),পিং-মহিউদ্দিন, পূর্ব মুরাদপুর ডালিপাড়া।  সামছুল আলম(৩২), পিকআপ ড্রাইভার সবুজ(৩০) পিতা-মারফত উল্লাহ আরও ২জন অজ্ঞাত পিকআপের যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায় বেপরোয়া গতিতে চালানোর কারনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।এছাড়াও সিএনজি টেক্সিতেও অতিরিক্তি যাত্রি বহন করার কারনেও এ দুর্ঘটনার অন্যতম কারন বলে জানা গেছে। উল্লেখ্য যে সীতাকুন্ডে সিএনজি টেক্সিগুলোতে অতিরিক্ত যাত্রী নিয়ে ব্যস্ততম ডিটি রোডে চলাচল করলেও ট্রাপিকরা নিরব ভূমিকা পালন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *