সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সোনাইছড়িতে জেলেদের স্বপ্নের সেতু উদ্ধোধন করলেন দিদারুল আলম এমপি

সোনাইছড়িতে জেলেদের স্বপ্নের সেতু উদ্ধোধন করলেন দিদারুল আলম এমপি

sitakunda sato udbdan pic-14.12মোঃ জাহেদ,১৫ডিসেম্বর (সীতাকুন্ড টাইমস)-
সীতাকুণ্ড শীতলপুর মদনহাট এলাকায় অবস্থিত জেলেপল্লীতে জেলেদর স্বপ্নের সেতু ১’শ ৭০ফুট দীর্ঘ লোহার সেতুটি উদ্ভোধন করলেন স্থানীয় এমপি দিদারুল আলম। সোমবার বিকাল ৫টায় উপজেলার সোনাইছড়ি জেলেপল্লী মদনহাট এলাকায় এ সেতুটি উদ্ভোধন করা হয়। স্থানীয় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে ১৮লক্ষ ব্যায়ে এ সেতুটি নিমার্ণ করা হয়েছে। এতে করে ৪৪ বছর পর জেলে পল্লীর দুঃখ দুর্দষা দূর হলো। এলাকাটিতে ৩শ জেলে পরিবার বাস করলে যেখানে লোকসংখ্যা ২৫ শত। যেটা জেলেদের দীর্ঘ দিনের একটি প্রাণের দাবী ছিল এবং এ সেতু উদ্ধোধনের মধ্যে দিয়ে জেলেদের স্বন্পের সেতু ঘোষনা করেন স্থানীয় জেলেরা।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য ও সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী মো, ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রম,কর্মসংস্থান ও প্রবাসি মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি। তিনি বলেন,এ অঞ্চলে বিগত দিনে অনেক এমপি,মন্ত্রী ছিলেন কিন্তু কোন মন্ত্রী,এমপি জেলেদের এসব দূর্দষার কথা চিন্তা কওে নাই। আমাকে জননেত্রী শেখ হাসিনা আপনাদের সেবা করার জন্য নৌকার মাঝি করে সীতাকু- পাঠিয়েছে। আমার জন্য দোয়া করবেন আমি ভবিষ্যতে আপনাদের যত সমস্য আছে সমাধান করার চেষ্টা করবো। অনূষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মো.আলাউদ্দিন,ক্রীড়া সম্পাদক জালাল উদ্দিন,সদস্য মো,বেলাল হোসেন,নূর মোহাম্মদ তারাকি,আওয়ামীলীগ নেতা নূর আহাম্মদ, উপজেলা পূজা কমিটির সভাপতি রঞ্জিত সাহা,ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তাহের,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এয়াকুব,ছাত্রলীগ নেতা সোহেল,সেতু নিমার্ণ তত্বাবধায়ক সুনীল দাশ,রাম দাশ,শিমুল দাশ,তপন দাশ ও রাসেল জলদাশ স্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দরিদ্র জেলেদের মধ্য শীতবস্ত্র (কম্বল) ও বিতরণ করেন স্থানীয় এমপি আলহাজ দিদারুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *