সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / হোল্ডিংয়ের নামে মিল ধ্বংসের প্রতিবাদে গালফ্রা হাবিব শ্রমিকদের বিক্ষোভ মিছিল

হোল্ডিংয়ের নামে মিল ধ্বংসের প্রতিবাদে গালফ্রা হাবিব শ্রমিকদের বিক্ষোভ মিছিল

Sitaklund gorverment mills photo-1খোরশেদ আলম, ২৫জুন (সীতাকুন্ড টাইমস ডটকম)
সরকার বিজেএমসি আওতাধীন সকল মিলকে হোল্ডিং কোম্পানিতে রুপান্তরিত ঘোষনা করার প্রতিবাদে সীতাকুন্ডে গালফ্রা হাবিব লিঃ এর কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ২৫ জুন বুধবার সকাল ১১টায় হালফ্রা হাবিব লিঃ এর সিবিএ সাধারন সম্পাদক মোঃ জাফর ভূঁইয়া ও অফিসার এসোসিয়েশনের মোঃ আলী ভূঁইয়ার নেতৃত্বে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মিল গেইটের প্রধান ফটকে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় আন্দোলনকারীরা হুশিয়ার উচ্চারন করে বলেন, হোল্ডিংয়ের নামে সরকারী শিল্প কারখানাকে ধ্বংস করতে দেয়া হবে না। স্বল্প মূল্যে শিল্পপতিদের হাতে মিলগুলো হস্তান্তর করে সংশ্লিষ্টরা শত কোটি টাকার মালিক হওয়ার পায়তারা করছে। এই নীল নকশার প্রতিহত করবে বিজেএমসির নিয়ন্ত্রনাধীন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা।
তাছাড়া গুল আহম্মদ জুট মিল, হাফিজ জুট মিল, এম এম জুট মিল কর্মচারী-কর্মকর্তারা পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করে। নেতৃবৃন্দরা বলেন, সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিদিন তাদের এই কর্মসূচী অব্যাহত থাকবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *