সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / ইউএসএআইডি প্রতিনিধি দলের চট্টগ্রাম উজ্জীবন এবিসিসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ইউএসএআইডি প্রতিনিধি দলের চট্টগ্রাম উজ্জীবন এবিসিসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

প্রেস বিজ্ঞপ্তি, সীতাকুণ্ড টাইমসঃ
১৫ মার্চ ২০২১ চট্টগ্রাম বিভাগীয় সেভ দি চিলড্রেন, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন মি.জার্জেজ সিদ্ধওয়া (ডিরেক্টর, ওপিএইচএনই, ইউএসএআইডি, বাংলাদেশ), ড. সামিনা চৌধুরী (প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএআইডি, বাংলাদেশ) এবং মি. বেলাল উদ্দিন (প্রজেক্ট ডিরেক্টর, কমিউনিটি মোবিলাইজেশন, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্প)। এইসময় তারা সীতাকুণ্ড উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়ন ‘র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কিশোরী স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেশন উপভোগ করেন পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও ইপসার সহযোগিতায় সীতাকুণ্ডে অবস্থিত শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে প্রতিনিধি দল চট্টগ্রাম শহরের পশ্চিম ষোলশহর ওয়ার্ডে অবস্থিত ইপসা-রিসোর্স সেন্টারে আমিন কলোনী নারী দলের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেশনের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে কিশোরী ও নারীদের সাথে কথা বলে তাদের স্বাস্থ্যগত বিষয়, সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বাস্তব অবস্থা জানার চেষ্টা করেন। ইপসার সাথে কৌশলগত অংশিদারিত্বের মাধ্যমে সেভ দি চিলড্রেন, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্পের কার্যক্রমের সাফল্য দেখে মি. জার্জেজ সিদ্ধওয়া অভিভূত হন এবং সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি বিষয়ক সামাজিক ও আচরণ পরিবর্তন, যোগাযোগ (এসবিসিসি) কার্যক্রমে ইউএসএআইডি এর সমর্থন অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ইউএসএআইডি ‘র সমর্থনে সেভ দি চিলড্রেন বাস্তবায়নাধীন প্রকল্প উজ্জীবন এসবিসিসি চট্টগ্রাম বিভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কার্যক্রমে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ (এসবিসিসি) কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রকল্পটির মাধ্যমে এসবিসিসি কার্যক্রম জাতীয় পর্যায় হতে শুরু করে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে সরকার ও বেসরকারি পর্যায়ে এনজিও সংস্থার কর্মীগণের কার্যদক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেবা কার্যক্রমে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধিকল্পে জনসচেতনতামূলক অডিও/ভিডিও উপকরণ তৈরি ও উপকরণসমূহ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম বিভাগে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) সেভ দি চিলড্রেন, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্পের কৌশলগত অংশিদার হিসেবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসবিসিসি কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করছে। উজ্জীবন এসবিসিসি প্রকল্পের সার্বিক কার্যক্রম ও আজকের ইউএসএআইডি প্রতিনিধি দলের সীতাকুন্ড ও আমিন কলোনিতে পরিদর্শন কার্যক্রম সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনা করেন মি. হাবিবুর রহমান (সিনিয়র প্রজেক্ট অফিসার, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্প, সেভ দি চিলড্রেন)। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মিসেস সৈয়দা জামিলা সিদ্দিকা (ডেপুটি ম্যানেজার, ইউএসএআইডি উজ্জীবন এবিসিসি প্রকল্প, সেভ দি চিলড্রেন, চট্টগ্রাম বিভাগ)। ইউএসএআইডি প্রতিনিধি দলের পরিদর্শন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সানজিদা আক্তার (প্রকল্প সমন্বয়ক, ইপসা), মিসেস রোজিনা আক্তার (প্রকল্প ব্যবস্থাপক, সেভ দি চিলড্রেন, মুহাম্মদ আতাউল হাকিম ( প্রজেক্ট অফিসার, ইপসা) ওসমান গণি- ইপসা প্রমূখ, এবং ৭ নং ওয়ার্ড আরবান কমিউনিটি ভলান্টিয়ার ‘র সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *