সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / নানা কর্মসূচীতে সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নানা কর্মসূচীতে সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সাইফুল ইসলাম ইনসাফঃ সন্দ্বীপ,থেকেঃ

“স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”–এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস-২৪ উদযাপিত হয়েছে। সন্দ্বীপ চৌকি আদালতের আয়োজনে আজ সকাল ১১ টায় বিচারক, আইনজীবী, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে আদালত ভবন চত্বরে আইনজীবী হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সিনিয়র সহকারী জজ তৈয়ব উদ্দিন আহমেদ। প্রধান আলোচকের বক্তব্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল হোসেন বলেন, বিচারহীনতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আনে অশান্তি। নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ন্যায্য বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা মেয়র মোক্তাদের মাওলা সেলিম, সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন, লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডঃ মনজুরুল আলম, এডঃ সাইফুদ্দিন মিলাদ, এডঃ নিজাম উদ্দিন, সর্ব চেয়ারম্যান আবুল কাশেম মোল্ল্যা, মহিউদ্দিন জাফর, জসিম উদ্দিন, আবদুল খালেক, সন্দ্বীপ প্রেস ক্লাব সভাপতি মোঃ রহিম উল্যা ও এডঃ শাহেদুল ইসলাম চৌধুরী। বক্তারা সন্দ্বীপের অসহায় ও দুঃস্থ মানুষ যাতে সরকারী আইনি সুবিধা পেয়ে ন্যায়বিচার পেতে পারে তা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লিগ্যাল এইড কমিটির প্রতি অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে সিনিয়র সহকারী জজ তৈয়ব উদ্দিন আহমেদ বলেন, আজ থেকে সন্দ্বীপ আদালত ভবনে দরিদ্র বিচার প্রার্থীদের বিনামূল্যে আইনী সহায়তা প্রদানের কাজ শুরু হবে। দুঃস্থ মানুষের ন্যায্য বিচার প্রাপ্তিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *