সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর আবারও বাঁশবাড়িয়া স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর আবারও বাঁশবাড়িয়া স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
দুই পক্ষের তুমুল উত্তেজনার মধ্যে সীতাকু-ের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা মোঃ শওকত আলী জাহাঙ্গীর।
আজ সকাল থেকে স্কুল প্রাঙ্গনে ব্যাপক পুলিশ মোতায়েন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও উদ্বেগ ছিল। বেলা ১২টার দিকে বিদ্যালয়ের একটি নির্দিষ্ট কক্ষে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুন বলেন, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনে দুই জন প্রার্থীর নাম প্রস্তাব করেন ভোটাররা। একপক্ষ বর্তমান সভাপতি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীরের নাম প্রস্তাব করলে অন্য পক্ষ ইউনিয়ন আ’লীগের সভাপতি আরিফুল আলম রাজুকে সভাপতি করার পক্ষে মত দেন। এতে তাৎক্ষনিক ভোটাভুটির সিদ্ধান্ত হয়। ইতিপূর্বে নির্বাচিত হওয়া বিদ্যালয় পরিচালনা কমিটির ৯জন সদস্য গোপন কক্ষে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। পরে সাংবাদিক ও পুলিশের উপস্থিতিতে প্রিজাইডিং অফিসার ভোট গননা করে জানান বর্তমান সভাপতি মোঃ শওকত আলী জাহাঙ্গীর ৫ ভোট ও তার প্রতিদ্বন্ধী প্রার্থী আরিফুল আলম রাজু পেয়েছেন ৪ ভোট। ফলে চেয়ারম্যান শওকত আলী পুনরায় সভাপতি নির্বাচিত হন। সামান্য বিদ্যালয়ের ভোট হলেও এ নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে বলে জানান সেখানে কর্তব্যরত সীতাকু- থানার উপ-পরিদর্শক মোঃ জয়নাল। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান মোঃ শওকত আলী বলেন, এর আগে সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছিলাম। এবারই প্রথম ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছি। সবাই যে আস্তা নিয়ে ভোট দিয়েছে তা রক্ষা করতে সহযোগিতা কামনা করছি।
এদিকে ২য়বারের মত নির্বাচনের মাধ্যমে চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশন এর সভাপতি জাহাঙ্গীর আলম,সেক্রটারী মোঃ জাহাঙ্গীর আলম বিএসসিসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *