সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মোহরম আলী সুজন,সীতাকুণ্ড প্রতিবেদকঃ

সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের ২০১৮ সালের অনুষ্ঠিতব্য বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস নুরজাহান আক্তারের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ এয়াকুব আলীর উপস্থাপনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস লিঃ এর উপমহাব্যবস্থাপক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব আবুল কালাম হাজারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষাবান্ধব সরকারের আমলে সারা বাংলাদেশে শিক্ষার প্রসার দ্রুত ছড়িয়ে পড়েছে।পড়া লেখার কোন বিকল্প নাই।তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়া লেখায় মনোযোগী হতে হবে।পাশাপাশি জ্ঞান,বিজ্ঞান চর্চা ও খেলাধুলায় পারদর্শী হতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে
প্রধান শিক্ষক মিসেস নুরজাহান আক্তার
বলেন,
বিদ্যালয়ের লেখাপড়ার মান ও নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্ধুদ্ধকরণ, জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ, জনগণের প্রতি শ্রদ্ধাশীল ও দায়বদ্ধ করে গড়ে তোলার এবং সুপ্ত প্রতিভা বিকাশের দীক্ষায় আগামী প্রজন্ম তৈরি করার লক্ষ্যে আমরা আমাদের প্রচেষ্টা অব্যহত রাখছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপক( প্রশাসন) জনাব মোহাম্মদ আলী ভুঁইয়া,সিনিয়র শিক্ষক বাবু তপন কুমার মজুমদার,সিবিএ যুগ্নসম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *