সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডের ইব্রাহিম ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকের জিএম পদে পদোন্নতি

সীতাকুণ্ডের ইব্রাহিম ভূঁইয়া বাংলাদেশ ব্যাংকের জিএম পদে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেট্ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া মহাব্যবস্থাপক(জিএম-জেনারেল ম্যানেজার) হিসেবে পদোন্নতি পেয়েছেন।।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) তিনি এ পদোন্নতি পান । ১৯৯৩ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। ইব্রাহিম ভূঁইয়ার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে। তার পিতার নাম ফরিদ আহমেদ ভূঁইয়া ও মা হোসনে আরা বেগম। ইব্রাহিম ভূঁইয়া জাফরনগর অপর্ণাচরণ উচ্চবিদ্যালয় থেকে ১৯৮০ সালে এসএসসি, ১৯৮২ সালে নিজামপুর কলেজ থেকে এইচএসসি এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ইব্রাহিম ভূঁইয়ার স্ত্রী মুসারাত জাহান একজন সুগৃহিনী। তাদের ২মেয়ে ১ ছেলে। বড় মেয়ে ইসরাত তারান্নুম ইরাম বুয়েট- এ চতু্র্থ বর্ষের ছাত্রী, দ্বিতীয় মেয়ে সুরাইয়া তারান্নুম সুসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে প্রথমবর্ষে ও ছেলে রেডিয়ান স্কুলের সপ্তম শ্রেণিতে অধ্যয়রত।

মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড ও জাপান ভ্রমণ করেছেন।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে চাকরির পাশাপাশি তিনি নিজ এলাকার সামাজিক ও জনহিতকর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিয়োজিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *