সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আল্লামা নুরুল ইসলাম ফারুকীর স্মরণে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

কামরুল উদ্দীন,সীতাকুণ্ড টাইমসঃ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর সাবেক প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:) এর ৯ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ মাদামবিবিরহাটস্থ হযরত শাহজাহানী শাহ রহ: মাদ্রাসা প্রাঙ্গনে আলোচনা সভা ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক এলাহীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সীতাকুন্ড উপজেলার সভাপতি জননেতা মাওলানা মুজিব উদ্দিন আলকাদেরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত, সীতাকুন্ড উপজেলার সভাপতি মাওলানা আবদুল আউয়াল সাহেব।
প্রধান বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ সাহেদুল ইসলাম, বিশেষ বক্তা হিসেবে ছিলেন সাবেক সভাপতি আলী আকবর।
এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোবারক হোসেন সওদাগর, মাওলানা আলী সিদ্দিকী, মাওলানা নসিম উদ্দিন, মাওলানা খোরশেদুল আলম, মাওলানা আতিকুল্লাহ,ইঞ্জিনিয়ার রফিক,আলাউদ্দিন, মাওলানা ইরফান, আবদুল্লাহ মামুন, আবু মুসা, সাখাওয়াত হোসেন, সরোয়ার, ইকবাল জাহিদ, কামরুল উদ্দীন, তাওহীদুল আলম, নুরুদ্দিন, জিকু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আল্লামা ফারুকী মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর আদর্শ প্রচারে ছিলেন এক অতন্দ্র প্রহরী। এই কথা দিনের আলোর মত স্পষ্ট যে আল্লামা ফারুকীর হত্যাকারীরা শুধু ফারুকীর শত্রু নয়, তারা দেশ, জাতি ও মানবতার চরম শত্রু। ফারুকী হত্যার বিচার না হওয়ায় জঙ্গিবাদের আস্ফালন বাড়ছে। ফারুকী হত্যার বিচার ৯ বছরেও হয়নি বরং বার বার তদন্ত প্রতিবেদন পিছানোটা গভীর ষড়যন্ত্র।

সভা পরবর্তী মাদামবিবিরহাট থেকে ভাটিয়ারী পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *