সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৬৫ জন শিশু-কিশোর

সীতাকুণ্ডে টানা ৪০দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেলো ৬৫ জন শিশু-কিশোর

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ
চট্টগ্রামের সীতকুণ্ডে টানা চল্লিশ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ জন শিশু-কিশোরকে সাইকেল উপহার দেয়া হয়। উপজেলার দক্ষিন বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকালে শিশু-কিশোরদের হাতে এ সাইকেল গুলো উপহার হিসেবে তোলে দেয়া হয়।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এসময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ,এম তাজুল ইসলাম নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দরের সাবেক চীপ ইঞ্জিনিয়ার নাজমুল হক ভূঁইয়া,স্থানীয় ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম মামুন ভূঁইয়া, আমিরিকা প্রবাসি এমরান হোসেন ভূঁইয়া ও ফরহাদ হোসেন ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক ভূঁইয়া,মাওলানা আব্দুস সালাম ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজি হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজনটি করি। এতে প্রাথমিক ভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশন করলেও ৪ জন প্রতিযোগি নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেয়া হয়। পুরস্কার প্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরনাটি আরো বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *