সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগ নেতৃবৃন্দের মত বিনিময়

সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে ছাত্রলীগ নেতৃবৃন্দের মত বিনিময়

সীতাকুণ্ড টাইমস ডেস্কঃ সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আজ বিকালে পৌরসদরস্থ আলআমিন রেস্তোরাঁয় সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জিলানী সীতাকুন্ড প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন সাংবাদিকরা জাতির দর্পন বিশেষ সীতাকুণ্ডের সাংবাদিকদের লিখনীতে সীতাকুণ্ডে
সরকারের উন্নয়ন কাজগুলো দৃশ্যমান।

“টাকার অভাবে কোন শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হবে না বলে আশ্বস্ত করেছেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি শিহাব উদ্দিন ও সাধারন সম্পাদক এসএম রিয়াদ জিলানীসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, এখন থেকে সীতাকুণ্ডে কোন শিক্ষার্থী টাকার অভাবে বই কিনতে না পারলে, ফরম ফিল আপ করতে না পারলে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সেই শিক্ষার্থীর দায়িত্ব নিবে। উপজেলা ছাত্রলীগ আগামীতে সীতাকুণ্ডের শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিং এর ব্যবস্থা করবে। শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধূলা ও সুস্থা বিনোদন সংক্রান্ত সুবিধা দিবে।” গত রবিবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসদরের একটি রেঁস্তোরায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তারা এসব কথা বলেন। প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।
সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি শিহাব উদ্দিন ও সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সাধারন সম্পাদক এস এম রিয়াদ জিলানী। সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন সভাপতি সৌমিত্র চক্রবর্তী,সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী,সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাবেক সভাপতি এম.সেকান্দর হোসাইন,সাংবাদিক নাছির উদ্দিন অনিক,নির্দেশ বড়ূযা ও জাহেদুল আনোয়ার চৌধুরী।
ছাত্রলীগের পক্ষে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জীবন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা, পৌরসভা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বাবুল, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেহান উদ্দিন, সাধারন সম্পাদক জাহেদ পারভেজ বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারন সম্পাদক নাহিদুজ্জামান নিশাত, বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন কামরুল, সাধারন সম্পাদক ইমামউদ্দিন আদিল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহরাব হোসেন টিপু, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম মিল্কি, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক নাইম উদ্দিন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ উদৌলা রহমান প্রমুখ।
ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, আমরা ছাত্রলীগকে আবারো অতীতের ন্যায় যেকোন গৌরবোজ্জ্বল ভূমিকায় নেওয়ার চেষ্টা করব। যে কোন গণতান্ত্রিক কর্মসূচীতে যেমন ছাত্রলীগ মাঠে থাকবে তেমনি সকল অন্যায়ের বিরুদ্ধেও প্রতিবাদ করবে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের নাম ব্যবহার করে কেউ কোন অন্যায় করলে বা সংগঠনপরিপš’ী আচরণ করলে, সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। মাদক সহ যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সো”চার থাকবে ছাত্রলীগ। সীতাকুণ্ডে ছাত্রলীগের কোন নেতা কর্মী টেন্ডারবাজীর সাথে, চাঁদাবাজির সাথে জড়াবে না। জড়ালে উপজেলা ছাত্রলীগ আইনগত ও সাংগঠনিক ব্যব¯’া গ্রহন করবে। পেশাগত দায়িত্ব পালনে আপনারা সবসময় ছাত্রলীগের সহযোগিতা পাবেন। পাশাপাশি ব¯‘নিষ্ঠ সংবাদ দিয়ে আমাদের কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
উল্লেখ্য, এ মাসের সতের নভেম্বর সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে কার্যকরী কমিটির আংশিক ঘোষনা করে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ। এতে শিহাব উদ্দিনকে সভাপতি ও এসএম রিয়াদ জিলানী’ কে সাধারন সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *