সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন মডেল হয়ে থাকবে ঃ নাছির উদ্দিন সভাপতি বেলাল সেক্রেটারী নির্বাচিত

সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন মডেল হয়ে থাকবে ঃ নাছির উদ্দিন সভাপতি বেলাল সেক্রেটারী নির্বাচিত

Nasir copyলিটন চৌধুরী / খায়রুল ইসলাম.১৫মে (সীতাকুণ্ড টাইমস )- সীতাকুণ্ড পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচনে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নাছির উদ্দিন ভুইঁয়া চেয়ার প্রতীক নিয়ে ১০০০ ভোট পেয়ে সভাপতি ও মোঃ বেলাল হোসেন হারিকেন প্রতীক নিয়ে ৯৯৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
অন্যান্য পদে বিজয়ী প্রার্থীরা হলো সিনিয়র সহ-সভাপতি মোঃ খুরশেদ আলম(রেডিও) প্রাপ্ত ভোট ১০৯৩,সহ-সভাপতি মোঃ রেজাউল করিম (গোলাপ ফুল) প্রাপ্ত ভোট ৭৪২, সহ- সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ভুঁইয়া(টেলিভিশন) প্রাপ্ত ভোট ৮৬৮,সাংগঠনিক সম্পাদক অয় পাল নান্টু( দেওয়াল ঘড়ি) প্রাপ্ত ভোট-১০২৬, অর্থ সম্পাদক দিদারুল আলম এপেলো (হরিণ) প্রাপ্ত ভোট-১১৯২,প্রচার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (চাকা) প্রাপ্ত ভোট ৮৪১, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম (বালতি) প্রাপ্ত ভোট ১৩০৬,ক্রীড়া সম্পাদক নাছির উদ্দিন (ফুটবল) প্রাপ্ত ভোট ৭৭৫,দপ্তর সম্পাদক মাসুদ চৌধুরী (কাপ পিরিচ) প্রাপ্ত ভোট ১০৫৮,সহ-দপ্তর সম্পাদক মোঃ জহুরুল আলম জকু(রিক্সা) প্রাপ্ত ভোট ৭৬০।
১নং ওয়ার্ড থেকে সদস্য পদে কামরুল ইসলাম (ডাব) প্রাপ্ত ভোট ২২৬ , ২নং ওয়ার্ড থেকে নিতাই দে রিপন(ঢোল) প্রাপ্ত ভোট ১৪৪, ৩নং ওয়ার্ড থেকে শ্রীদাম চন্দ্র দে (কবুতর) প্রাপ্ত ভোট ২১৭, ৪নং ওয়ার্ড থেকে আবু ছালেহ মোঃ নুরুচ্ছাফা(কলসী) প্রাপ্ত ভোট ১৪১, ৫ নং ওয়ার্ড থেকে মোঃ আলাউদ্দিন(কলসী) প্রাপ্ত ভোট ১৫৯।
নির্বাচনে দায়িত্ব থাকা প্রিজাইডিং অফিসার অধ্যাপক দিদারুল আলম ভোট গননা শেষে রাত ১১টায় বিজয়ীদের নাম ঘোষনা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ ফখরুল ইসলাম, সদস্য সচিব অধ্যাপক রনজিৎ সাহা, সদস্যরা হলেন মোঃ মফিজুর রহমান, ইয়াহিয়া নিজামী, রফিকুল আলম, সফিউল আলম মুরাদ, মোঃ শাহআলম ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সীতাকু- সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহন হয়েছে। নির্বাচনে স্থানীয় সাংসদ উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও সাংবাদিক নেতৃবৃন্দরা নির্বাচন পরিদর্শন করেছেন।
সীতাকু- পৌর ব্যবসায়ী দোকান মালিক সমিতির এ নির্বাচন একটি মডেল হতে পারে অনেকে মত প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *