সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / সীতাকুণ্ড মাদামবিবিরহাটে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ২জনসহ ৩ জন নিহত ঃ আহত ১

সীতাকুণ্ড মাদামবিবিরহাটে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ২জনসহ ৩ জন নিহত ঃ আহত ১

মামুনুর রশীদ, সীতাকুণ্ড টাইমসঃ

সীতাকুণ্ডের মাদামবিবির হাটে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ২জনসহ ৩জন নিহত হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মাদামবিবির হাট খাদেম পাড়ায় রেল ইঞ্জিনের ধাক্কায় ৩জনের মৃত্যু হয়েছে।
রবিবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনে এ ঘটনা ঘটেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রেলের একটি ইঞ্জিন উল্টো দিকে যাওয়ার সময় রেললাইনে হাটতে থাকা ৪জনকে পিছন থেকে ধাক্কা দেয়। ফলে ৩জন ট্রেনের চাকায় কাটা পড়ে।

স্থানীয়রা জানায়, নিহতরা হল আবুলল কাসেম প্রকাশ তোরান আলী (৪৫), তার ১৩ মাসের কন্য সোমা আক্তার এবং বাকী ১জন আবুল খায়ের এর শ্রমিক শহিদুল আলম।
আহত হয়েছে তোরন আলীর স্ত্রী রোকেয়া বেগম(৩৪)।
এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে থানা (জিআরপি) ওসি মোস্তাফিজ ভু্ঁইয়া বলেন, দুজন লোক মারা যাওয়ার খবরটা আমরা পেয়েছি। আরো খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।
স্থানীয়রা আরও জানা দুর্ঘটনায় তোরন আলীর স্ত্রী আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।
জানাযায় রাতে তোরান আলী তার পরিবার নিয়ে রেল লাইন দিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল।এসময় উল্টোপথে এক বগি ওয়ালা ট্রেন তাদের ধাক্কা দেয়।
স্থানীয় চেয়ারম্যান নাজিম উদ্দীন জানায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ২জন সহ মোট ৩জন নিহত হয়েছে। আহত হয়েছে ১জন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়,ফায়ার সার্ভিস অফিসার মোঃ হারুন পাশা,জিআরপির শহীদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *