সংবাদ শিরোনাম
Home / পৌর সংবাদ / সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা খুনের জের ধরে বসত ঘরে হামলা,দোকান ভাংচুর, লুটপাটের ঘটনায় বাজার কমিটি ও গ্রামবাসীর প্রতিবাদ

সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা খুনের জের ধরে বসত ঘরে হামলা,দোকান ভাংচুর, লুটপাটের ঘটনায় বাজার কমিটি ও গ্রামবাসীর প্রতিবাদ

 খুরশেদ আলম,২২জুন(সীতাকুন্ড টাইমস ডটকম)IMG_0199
সীতাকুন্ডে আওয়ামীলীগ নেতা সোহেল খুনের ঘটনায় আওয়ামী যুবলীগের কর্মীরা পৌরসদর বাজার এলাকায় ব্যাপক দোকান ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় গতকাল রাত সাড়ে ৭টায় পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি এক প্রতিবাদ সভা করেছে। সভায় ভাংচুর ও তান্ডবের তীব্র নিন্দা জানান ব্যবসায়ীরা। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র নায়েক অব. শফিউল আলম, পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম বাহার, সহ-সেক্রেটারী মফিজ উদ্দিন, অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, আকিব, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সকল ব্যবসায়ী বৃন্দ।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার নেতা খুনের জেরে তান্ডব চালিয়ে আল-আমিন রেস্তোরা, ইসলামিয়া হোটেল, রয়েল বিরিয়ানী হাউজ, বনফুল, জাহানারা ডেন্টাল, সাধনা ডেন্টাল কেয়ার, রহিম ক্রোকারীজ, মাসুদ এন্ড ব্রাদাস, মধুবন, সিঙ্গার শো-রুম, এলজি বাটারফ্লাই শো-রুম, নবী ডেকোরেশন, জামান ট্রাভেলস, কামাল কুলিং কর্ণার, ক্লাসিক ক্রোকারীজ ষ্টোরসহ ৬০টির বেশি দোকানে ভাংচুর করে। IMG_0209
একইভাবে ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর দেড়টায় আওয়ামীলীগের কর্মীরা পৌরসদর আমীরাবাদ এলাকায় মডার্ণ হাসপাতাল,দোকানপাট ও বসত বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি করে। এরই প্রতিবাদে গতকাল শুক্রবার স্থানীয় এলাকাবাসী এক প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আবুল কালাম আজাদ, ইউসুফ নিজামী, এসএম গাজী সুজাউদ্দিন, সেলিম উদ্দিন কাউন্সিলর, সালাউদ্দিন, মোঃ আশরাফ, মেজবাহ উদ্দিন, মাঈন উদ্দিন টিপু, হারুন অর রশিদসহ শত শত গ্রামবাসী।
সমাবেশে বক্তারা, সোহেল হত্যাকারী সহ দোকানপাট ভাংচুরকারী, বসতঘরে হামলাকারী ও লুটপাটকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *