সংবাদ শিরোনাম
Home / প্রথম পাতা / বাড়বকুণ্ডে ডিশ ক্যাবল কাটার ঘটনায় থানায় অভিযোগ

বাড়বকুণ্ডে ডিশ ক্যাবল কাটার ঘটনায় থানায় অভিযোগ

নাছির উদ্দীন শিবলু,সীতাকুণ্ড টাইমসঃ
সীতাকুন্ডে বাড়বকুন্ডে ডিশ লাইন কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ডিশ ব্যবসায়ী। লিখিত অভিযোগে ডিশ ব্যবসায়ী মোঃ সফিউল আলম উল্লেখ করেন,‘ গত ২০ অক্টোবর রাতের আধাঁরে তাঁর কয়েকটি ডিশ লাইন কেটে ফেলে বিদেশ চন্দ্র শীলসহ কয়েকজন সন্ত্রাসী। এ ঘটনায় গ্রাহকসহ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় তাকে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, বাড়বকুন্ড এলাকায় ‘নেপচুন স্যাটেলাইট ক্যাবল নেটওযার্ক’ প্রতিষ্ঠানটি রেজিঃ-১৬৪৫ লাইসেন্স এফও- ৭৪৭ নং এর মাধ্যমে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাঁর এ বৈধ ব্যবসাটি পরিচালনা করতে সরকারী বিধি মোতাবেক প্রদান করছেন ভ্যাট ও টেক্স। অথচ ব্যবসার সুনাম নষ্ট করতে কতিপয় ব্যাক্তি নামে-বেনামে রাজনৈতিক ফায়দা লুটতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ডিশ ব্যবসায়ী সফিউল আলম বলেন,‘ আমার বৈধ ব্যবসাটি দখল করার ষড়যন্ত্র করছে বিদেশ চন্দ্র লিটন। তিনি নিজের অপরাধ ঢাকতে নিজেকে সংঘ্যালঘুর মত স্পর্শকাতর বিষয়টি টেনে এনে ঘোলাজ্বলে মাছ ধরার চেষ্টা করছে। এ ঘটনা সীতাকুন্ড মডেল থানায় (এসডিআর -১২৭৮/১৮ নং) একটি অভিযোগ দায়ের করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *