সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / আওয়ামীলীগের দুঃশাসনের বিরুদ্ধে ব্যালট বিপ্লবে বিএনপি প্রার্থীদের বিজয় করার আহ্বান ঃ সীতাকুন্ডে গণসংযোগে নোমান,জামায়াতের প্রতিবাদ

আওয়ামীলীগের দুঃশাসনের বিরুদ্ধে ব্যালট বিপ্লবে বিএনপি প্রার্থীদের বিজয় করার আহ্বান ঃ সীতাকুন্ডে গণসংযোগে নোমান,জামায়াতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক,১১মার্চ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড উপজেলা নির্বাচনে বিএনপির মনোনীত ৩প্রার্থীর পক্ষে গনসংযোগ করল বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। তিন মঙ্গলবার বিকালে ফৌজদারহাট,কুমিরা,বাড়বকুন্ড ও পৌরসদরে বিএনপি সমর্থীত চেয়ারম্যান প্রার্থী কাজি সালাউদ্দিন(টেলিফোন),ভাইস চেয়ারম্যান জহুরুল আলম জহুর(মাইক),মহিলা ভাইচ চেয়ারম্যান কামরুন্নাহার নেলী(হাঁস) মার্কায় ভোট চাইলেন ব্যবসায়ী ও জনগনের কাছে। তিনি সীতাকুন্ড পৌরসদরে গনসংযোগ করার পূর্বে এলকে সিদ্দিকী স্কয়ারে সংক্ষিপ্ত সভায় বলেন সীতাকুন্ডে আওয়ামীলীগের দুঃশাসন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি ১৯দলের সমর্থীত ৩ প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন জুলুম নির্যাতনের বিরুদ্ধে ব্যালট বিপ্লুবের মাধ্যমে বাকশালী সরকারের মসনদে ধ্ক্কাা দিতে হবে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রিয় বিএনপির সাংগঠনিক সম্পাদক লায়ন আসলাম চৌধুরী এফসিএ ,কৃষক দল নেতা ইসাহাক কাদের চৌধুরী,বিএনপির আহ্বায়ক ইউনুছ চৌধুরী,পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আবুল কালাম আযাদ,সেক্রেটারী ইউছুপ নিজামী,শওকত হোসেন,আলমগীর ইমরান, উপজেলা যুবদলের সভাপতি ফজলুল করিম চৌধুরী,জাকির হোসেন,আলহাজ্ব ইকবাল হোসেন, বিএনপি নেত্রী নারগিস, পারুল মেম্বার প্রমুখ।
জামায়াতের প্রতিবাদঃ সীতাকুন্ড উপজেলা জামায়াতের আমীর সফিকুল মাওলানা,সেক্রেটারী আনোয়ার সিদ্দিকী চৌধুরী বিএনপি নেতা নোমান ১৯ দলের প্রার্থী সালাউদ্দিনকে ঘোষনা দেওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন। জামায়াত নেতৃবৃন্দরা আরও জানায় বিএনপির সাথে তাদের কোন ঐক্য হয়নি। জামায়াত সীতাকুন্ড উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মোস্তফা নুর (ঘোড়া) এবং ভাইস চেয়ারম্যান এডভোকেট হুসাইন মোঃ আশরাফ (চশমা)। তারা আরও বলেন জামায়াত প্রার্থী ঘোড়া ও চশমা প্রতীকে গনসংযোগে জনগন ব্যাপক সাড়া দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *