সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / সীতাকুন্ডে পুলিশ কর্তৃক চালককে মারধর, গাড়ী ভাংচুর

সীতাকুন্ডে পুলিশ কর্তৃক চালককে মারধর, গাড়ী ভাংচুর

কাইয়ুম চৌধুরী,১১ র্মাচ (সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ডে রিক্যুজিশন করা এক পিক-আপের চালককে মারধর ও গাড়ী ভাংচুর করেছে রির্জাভ পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টায় সীতাকু- মডেল থানা থেকে রিক্যুজিশন করা পিক-আপ (ঢাকামেট্টো-ঠ-১১-৩৫৯৫)-এ করে ২৫জন রির্জাভ পুলিশ উপজেলায় যাচ্ছিল। পিক-আপটি পৌরসদর বাইপাস এলাকায় গেলে অপর একটি সিএনজি টেক্সী সামনে পড়তেই পিক-আপটি কড়া ব্রেক করতে বাধ্য হয়। এতে পিক-আপ গাড়ীতে থাকা কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এসময় পিক-আপ-এ থাকা পুলিশ সদস্যরা পিক-আপ থেকে নেমে চালক মাহবুব(৩৪)কে মারধর করে শুরু করে। প্রায় ১০/১৫জন পুলিশ মিলে গণধোলাইয়ের মত মারধর করে চালককে। এসময় পিক-আপ’ এর একটি গ্লাসও ভাংচুর করে পুলিশ সদস্যরা। রাস্তার উপর এহেন কর্ম দেখে উক্তস্থানে কর্মরত ট্রাফিক পুলিশ এএসআই আখতার হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশদেরকে শান্ত করার চেষ্টা করেন। এতে পুলিশ সদস্যরা এএসআই আখতারের উপরও চড়াও হয়। এতে উভয় পাশে গাড়ীর দীর্ঘ লাইন লেগে যায়। উত্তেজিত জনতা পুলিশের এহেন কাজে ক্ষুব্দ হয়ে ওঠে। আহত ড্রাইভারকে নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসানের কাছে নিয়ে যায়। তিনি ঘটনার দুঃখ প্রকাশ করে আহত ড্রাইভারকে চিকিৎসা নেয়ার জন্য পরামর্শ দেন। পুলিশের এই আচরণের বিষয়টি তিনি দেখবেন বলে আশ্বাস্ত করেন। আহত চালক মাহবুবকে স্থানীয়রা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।আহত চালকের বাড়ী টাঙ্গাইল এবং সে টাঙ্গাইল ডিগ্রি কলেজের বিএসএস পরীক্ষার্থী। বেকারত্ব দূর করতে সে পিক-আপটি ক্রয় সে নিজেই চালক হিসেবে পরিচালনা করে আসছেন এবং চট্টগ্রামে একটি ভাড়া নিয়ে আসার পর পুলিশ গাড়ীটি রিক্যুজিশন করে। মাহবুব আরো জানান, বৃহস্পতিবার তার বিএসএস-এর একটি পরীক্ষা রয়েছে। এদিকে হামলাকারী পুলিশ সদস্যরা তাদের অপরাধ ঢাকতে স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে ব্যান্ডেজ করে বেধে আসেন। বিষয়টি এলাকাবাসীর কাছে হাস্যকর হয়ে দাড়ালে এলাকাবাসী ঐ পুলিশ সদস্যদের ঘিরে ধরে ধিক্কার জানান। সীতাকু- থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান জানান, ভুল বুঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। পিক-আপটির সামান্য ক্ষতি হয়েছে তা মেরামত করে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *