সংবাদ শিরোনাম
Home / জাতীয় / এসএসসি পরীক্ষা আবার পেছালঃ ৪তারিখের পরীক্ষা ৭ ফেব্রুয়ারী

এসএসসি পরীক্ষা আবার পেছালঃ ৪তারিখের পরীক্ষা ৭ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিবেদক,৩ফেব্রুয়ারী(সীতাকুণ্ড টাইমস)-
হরতালের সময় বাড়ানোর কারণে ৪ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি ওই পরীক্ষা হবে।

মঙ্গলবার সচিবালয়ে জরুরি এক প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা পরিবর্তনের কথা জানান।

এসএসসিতে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র, সহজ বাংলা দ্বিতীয়পত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয়পত্র, দাখিলে হাদিস শরীফ এবং কারিগরিতে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।

গত সোমবার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ২০ দলীয় জোটের হরতালের কারণে তা পেছানো হয়। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, সোমবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৬ ফেব্রুয়ারি)। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকায় গত সোমবার প্রথম দিনের পরীক্ষা পেছানো হয়েছে। মঙ্গলবার বিকেলে হরতালের সময় আরো ৩৬ ঘণ্টা বাড়ানো হয়।
পরীক্ষা আবারো পেছানোর কারণে সারা দেশের ১৪ লাখ ৭৯ হাজার পরীক্ষার্থীসহ, অভিভাবক, শিক্ষকদের উৎকন্ঠা দীর্ঘয়িত হলো।
সূত্র-নতুন বার্তা ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *