সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / ঘোড়ামরা হাইওয়েতে আন্ডারপাস করার দবী ঃ বার আউলিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ডাক্তার বাবুল মেম্বার স্মরনে শোক সভায় বক্তারা

ঘোড়ামরা হাইওয়েতে আন্ডারপাস করার দবী ঃ বার আউলিয়া সড়ক দুর্ঘটনায় নিহত ডাক্তার বাবুল মেম্বার স্মরনে শোক সভায় বক্তারা

shok-pic-timesআব্দুল্লাহ আল ফারুক,২৬জুন(সীতাকুন্ড টাইমস ডটকম)-
সীতাকুন্ড বার আউলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত স্থানীয় মেম্বার ডাক্তার জাহাঙ্গীর আলম বাবুল, তার মেয়ে অনন্যা ও ইবনার মৃত্যুতে বৃহস্পতিবার বিকাল ৫টায় জোড়ামতলস্থ শাহীদুল বাদশা প্যালেসে এক শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের সভাপতি নুরউদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আল মামুন। বিশিষ্ট সমাজ কর্মী শওকত আকবর এর সঞ্চালনে অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আ ম ম দিলসাধ,ব্যবসায়ী নেতা আলহাজ্ব ইদ্রিচ, বিশিষ্ট সমাজ সেবক দিদার মাহমুদ চৌধুরী,আবুল বশর চেয়ারম্যান,ব্যাংকার খুরশেদ আলম,সড়ক দুর্ঘটনায় নিহত ইবনা’র শোকাহত পিতা মাহবুব আলম চৌধুরী, বিশিষ্ট সমাজ কর্মী সৈয়দ মোঃ আবু তাহের,আনোয়ার পারভেজ,মাওলানা আব্দুল হালীম হেলালী।
স্থানীয় ফুটন্ত প্রতিভা, অগ্রদূত ক্লাব,জোড়ামতল বাজার কমিটি,অরবিট ও কেএইচএস সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারন করেন নিহত বাবুল এর ভাতিজা ফজলুল করিম টুটুল, নুরুল ইসলাম, মাওলানা মুসলেউদ্দিন খালেদ,রেজাউল করিম রাজু,মোস্তাফিজুর রহমান মিন্টু,ফজলুল করিম,শওকত আকবর চৌধুরী,নুরুল ইসলাম,মাষ্টার মঞ্জুরুল আলম,মোঃ মামুন উদ্দিন, মঞ্জু,আশরাফুল করিম ছোটন,শাহ মোহাম্মদ কামরুল হাসান,মিন্টু প্রমুখ।
সভায় বক্তারা দুর্ঘটনায় সংশ্লিষ্ট গাড়ি চালকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি,ঘোড়ামরা প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে হাইওয়েতে আন্ডারপাস নির্মাণ করে ৫শতাধিক শিক্ষার্থীসহ গ্রামের কয়েক হাজার মানুষের নিরাপদ জীবন রক্ষা করার দাবী জানিয়েছে। অনুষ্ঠান শেষে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন মাওলানা আব্দুল হালিম হেলালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *