সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চট্টগ্রামে সীতাকুণ্ডের শিবির নেতা গ্রেফতার

চট্টগ্রামে সীতাকুণ্ডের শিবির নেতা গ্রেফতার

তারেক..নিজস্ব প্রতিবেদক,১৫নভেম্বর (সীতাকুণ্ড টাইমস)- চট্টগ্রাম থেকে পুলিশ গ্রেফতার করেছে সীতাকুণ্ডের এক শিবির নেতাকে।

ব্লগার নিলয় হত্যা মামলার সন্দেহভাজন আসামি চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টগ্রাম আদালতের শিক্ষানবিশ আইনজীবী তারেকুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার প্রবর্তক মোড় এলাকা থেকে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, ঢাকায় চলতি বছরের ৭ আগস্ট নিজ বাসায় ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার সন্দেহভাজন আসামি হিসেবে তারেকুল আলমকে আটক করেছে ডিবি।

সিএমপি’র পাঁচলাইশ থানার ডিউটি অফিসার শীপ্রা রাণী শাহা বলেন, ডিএমপি’র খিলগাঁও থানার একটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে আটকের পর রোববার দুপুরে ডিবি দল তারেককে নিয়ে ঢাকা উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি জানান, ‘তারেকুল আলম তারেক, পিতা নূরুল আলম, গ্রাম মুরাদপুর গেদু সওদাগরের বাড়ি, সীতাকুণ্ড এ ঠিকানার একজনকে ঢাকা ডিবি পুলিশ আটকের পর রাতে আমাদের থানার রেখেছিল। আজ রোববার দুপুরে ডিবি তাকে ঢাকা নিয়ে গেছে। রেকর্ডপত্রে আছে ঢাকার খিলগাঁও থানার মামলা নং ১১/০৮/২০১৫ ইং (ধারা-৩০২/৩৮০/৩৪) তারিখের মামলার সূত্রে তারেককে আটক করা হয়েছে।’

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইলাম দ্য রিপোর্টকে বলেন, ‘মামলার নম্বারটি চাঞ্চল্যকর ব্লগার নিলয় হত্যার মামলার। তবে এ মামলায় চট্টগ্রাম থেকে কাউকে গ্রেফতারের বিষয়টি আমার জানা নেই।’

এ ব্যাপারে ঢাকা মহাগর গোয়েন্দা পুলিশের (পূর্ব) উপকমিশনার মাহবুবুবুল আলম দ্য রিপোর্টকে বলেন, ‘এই নামে কাউকে আটক করা হয়নি।’

চলতি বছরের ৭ আগস্ট শুক্রবার খিলগাঁও থানার পূর্ব গোরান টেম্পো স্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় দুবৃর্ত্তরা ব্লগার নিলয়কে কুপিয়ে হত্যা করে।

গ্রেফতার তারেকের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, পোড়ানো, পেট্রোল বোমা বিস্ফোরণসহ বিভিন্ন নাশকতার ঘটনায় কমপক্ষে ২৭টি মামলার কথা জানিয়েছে পুলিশ।

সিএমপি পাচঁলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ দ্য রিপোর্টকে জানান, ‘আটক তারেকের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। ঢাকার ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে শুনেছি। এর বেশি কিছু জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *