সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / চট্টগ্রাম আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় সীতাকুন্ড – মিরশরাই ড্র

চট্টগ্রাম আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় সীতাকুন্ড – মিরশরাই ড্র

IMG_6968কামরুল ইসলাম দুলু,১০অক্টোবর(সীতাকুন্ড টাইমস)- চট্টগ্রাম আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট আজ শুক্রবার সীতাকুন্ড ভ্যানুতে উদ্বোধন করা হয়েছে । উদ্বোধনীয় খেলায় সীতাকুন্ড -১ মিরশরাই -১ গোলে ড্র হয়েছে। সীতাকুন্ড সরকারী হাইস্কুল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনীয় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ০৪ আসনের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম খেলা উদ্বোধন করেন
সিজেকেএস এর সাধারন সম্পাদক আ জ ম নাছির। চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা আয়োজিত সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রিড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শাহিন ইমরান এর সভাপতিত্বে ও সীতাকুন্ড ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক প্রদিপ ভট্টাচার্য্যরে পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনফিডেন্স সিমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়–য়া, সীতাকুন্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এস এম আল মামুন,সীতাকুন্ড পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম, সীতাকুন্ড থানা অফিসার ইনচার্জ ইফতেখার হাসান।
খেলায় আরও উপস্থিত ছিলেন সীতাকুন্ড প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,সাংবাদিক সেকান্দর হোসাইন,সিজেকেএস এর যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম,ফুটবল সম্পাদক মোহাম্মদ ইকবাল, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, জি এম হাসান, সিডিএফ এর সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সীতাকুন্ড ক্রিড়া সংস্থার সহ-সভাপতি মো. সাইদমিয়া , যুগ্ন সম্পাদক জয়নাল আবেদিন , কোষাধক্ষ্য রফিকুল আলম , সদস্য অধ্যাপক নুরুল গনি চৌধুরী, আলহাজ্ব ইকবাল হোসেন।
অতিথিরা বলেন, বাংলাদেশে ক্রিকেটের অবস্থান ভাল থাকলে ও ফুটবলে আমরা অনেক পিছিয়ে আছি তাই বর্তমান সরকার প্রতিটি গ্রামে ফুটবলকে আরও উন্নত বা এগিয়ে নেওয়ার জন্য উপজেলা ভিত্তিক ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়ার বাছাই করা হচ্ছে। এভাবে আমরা প্রতিটি জেলায় সর্বশেষ সেরা খেলোয়ার হিসেবে বাছাই করে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ দেওয়া হবে তাছাড়া খেলা মানুষ কে খারাপ কাজ থেকে বিরত রাখে তাই প্রতিটি পরিবারের ছেলে মেয়েদেরকে খেলা- ধুলায় অংশ গ্রহনের আহবান জানান অতিথিরা। আগামী রবিবার বিকাল ৩টায় মিরশরাই বনাম সন্ধীপ উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *