সংবাদ শিরোনাম
Home / ইউনিয়ন সংবাদ / ফায়ার লাইন্সেস না থাকায় ফৌজদারহাটে ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফায়ার লাইন্সেস না থাকায় ফৌজদারহাটে ৫ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

15036526_1005430206268958_6024353109680768574_nকামরুল ইসলাম দুলু,৮নভেম্বর(সীতাকুণ্ড টাইমস)
ফায়ার লাইসেন্স ও কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকার অভিযোগে সীতাকুণ্ডের ফৌজদার হাট এলাকায় ৫ প্রতিষ্ঠানকে সর্তকতামূলক ৫০০ টাকা করে জরিমানা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে ফৌজদার হাট এলাকায় ওই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন সীতাকুণ্ড উপজেলার নির্বাহী
ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান ভুইয়াঁ। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক কামাল উদ্দিন ভুইয়াঁ,কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আবদুল্লাহ হারুন পাশা।আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টোর মো:ওসমান গণি জানান, চট্টগ্রাম আগ্রাবাদ ও কুমিরা ফায়ার সার্ভিসের উদ্যোগে
এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় ফায়ার লাইসেন্স, কারখানায় অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি না থাকায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ প্রতিরোধ আইনে ফৌজদার হাট এলাকার টিটু এন্টার প্রাইজ,মদিনা কাট বিতান,মদিনা ফার্নিচার,হযরত উজির (রাহ:) ফার্নিচার, তাসপিয়া এন্টার প্রাইজ এবং নিউ স্টার ফার্নিচারকে প্রথমবারের মত সর্তরকতামূলক ৫০০ টাকা করে জড়িমানা করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *